হাবিপ্রবির জিয়াউর রহমান হলে বিদ্যুতের ২৫০ কেভিএ সাবস্টেশন উদ্বোধন,বাংলাদেশের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও সংসদ স্বাধীনভাবে কাজ করছে ;খালিদ মাহমুদ চৌধুরী

আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের বিদ্যুতের চাহিদার বিপরীতে ২৫০ কেভিএ বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম এ সাবস্টেশনটির শুভ উদ্বোধন করেন। এসময় ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফজলুর হক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান, বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ফারুক আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। এ সাবস্টেশনটি স্থাপনের মাধ্যমে জিয়াউর রহমান হলে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হলো। এরপর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম তাজউদ্দীন আহমেদ হল সংলগ্ন খেলার মাঠ পরিদর্শন করে খেলার মাঠকে সংষ্কার করে খেলার উপযোগী করতে সংশ্লি¬ষ্ট কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিদের্শনা প্রদান করেন।
দিনাজপুরে ব্লক রেইডে ১০৩ জন অপরাধী গ্রেফতার
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- পুলিশ ব্লক রেইড করে দিনাজপুরে ১০৩ জন অপরাধীকে গ্রেফতার করেছে। এর মধ্যে ২৫ জন মাদক ব্যবসায়ী ও সেবী।
দিনাজপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় ব্লক রেইড পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০৩ জনকে গ্রেফতার করেছেন। এর মধ্যে ২৫ জন রয়েছে মাদক ব্যবসায়ী ও মাদক সেবী। অভিযানকালে পুলিশ ১৯৫ পিস ইয়াবা, ১৫৭ বোতল ফেন্সিডিল, ৪ কেজি গাজা, চোলাই মদ ১৪৬ লিটার, হেরোইন ২.৩৪ গ্রাম এবং ৯০ পিস এম্পুল উদ্ধার করেছে। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে ১০৩ জনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও সংসদ স্বাধীনভাবে কাজ করছে ;খালিদ মাহমুদ চৌধুরী
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগ স্বাধীনতা দিয়েছে বলেই প্রধান বিচারপতি স্বাধীনভাবে কথা বলতে পারছেন। সংসদকে কার্যকর করা হয়েছে এবং সার্বভৌমত্বের ক্ষমতা প্রদান করা হয়েছে। ফলে সংসদ সদস্যের আলোচনার মাধ্যমে বাজেট সংশোধন ও সংযোজন করা হচ্ছে। আজ বাংলাদেশে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সংসদ তিনটি বিভাগই স্বাধীনভাবে কাজ করছে। এজন্য আমরা বলতে পারছি যে, আমরা বদলে দেব বাংলাদেশ। ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বুধবার সকাল ১০ টায় জেলার বিরলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, গ্রামীণ অবকাঠামা রক্ষণাবেক্ষণ (টি.আর) ও মানবিক সহায়তা (জি.আর)’র অর্থ বিতরণ এবং বিভিন্ন গ্রামে শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, মৎস্য কর্মকর্তা কৃষিবিদ পূরবী রাণী রায় প্রমুখ। বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছে বলেই আজ প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে। যদি সরকার বিচার বিভাগের স্বাধীনতা না দিতে পারতো তাহলে প্রধান বিচারপতি স্বাধীনভাবে কথা বলতে পারতেন না। এই সরকারই সংসদকে কার্যকর করেছে। সংসদ যে সার্বভৌম্ব তা বাজেট অধিবেশনেই প্রমাণীত হয়েছে। যার কারণে বাজেট নিয়ে সংসদে এত আলোচনা উঠেছে। সংসদ সদস্যরা স্বাধীনভাবে বাজেট নিয়ে মতামত দিয়েছে। যার ফলে বাজেটে সংযোজন ও সংশোধন হয়েছে। তারপরেও বিএনপি বলে স্বাধীনতা নেই। বিএনপি করার চেয়ে অন্যের বাড়িতে চাকুরী করারও লাভ, চাকুরী করলেও অনেক মর্যাদা পাওয়া যায়। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লে. জেনা (অব.) মাহবুবুর রহমান একথা বলেছেন। তাহলে বিএনপি এবং আওয়ামীলীগের রাজনৈতিক পার্থক্য কি আর বুঝার বাকি থাকে। আওয়ামীলীগ সবসময় জনগণের চাহিদা ভেবে সরকার পরিচালনা করে।
তিনি বলেন, সরকার প্রতিটি জেলায় মেডিকেল কলেজ এবং একটি করে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছে। একইসাথে প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরী করা হবে। প্রতিটি উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় নিয়ে আসার বরাদ্দ দিয়েছে। এখন ১৬ কোটির মানুষের মধ্যে ১৩ কোটি মোবাইল ব্যবহার হচ্ছে। ৭ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং ২ কোটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে যুক্ত।
মৎস্য সপ্তাহের অনুষ্ঠান শেষে প্রধান অতিথি গ্রামীণ অবকাঠামা রক্ষণাবেক্ষণ (টি.আর) ১১৪ টি প্রকল্পে প্রায় ৩০ লাখ ৪৯ হাজার ৬৮৯ টাকা ও মানবিক সহায়তা (জি.আর) ৬৬ টি প্রকল্পে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রায় ১৯ লাখ ৮০ হাজার টাকা বিতরণ এবং বিভিন্ন গ্রামে সহধিক নতুন সংযোগে শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
আরডিআরএস’র আয়োজনে দিনাজপুরে এসিড প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা
দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের বেসরকারী সংস্থা আরডিআরএস‘র আয়োজনে এসিড বিক্রেতা ও ব্যবহারকারীদের সচেতন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বেসরকারী সাহায্য সংস্থা আরডিআরএস দিনাজপুর ইউনিটের আয়োজনে ও সদর উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিআরএস’র এসিড প্রতিরোধ কর্মসুচীর ব্যবস্থাপক তপন কুমার সাহা। মতবিনিময় অনুষ্ঠানে প্রতিবেদনের উপর মুক্ত আলোচনা করেন জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মহসিন আলী, অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আনারুল ইসলাম বাবলু, এইড কুমিল্লার সমন্বয়কারী মোঃ দেলোয়ার হোসেন, পল্লী শ্রী’র প্রজেক্ট ম্যানেজার রওনক আরা হক রিপা, এমবিএসকে’র মোর্শেদা পারভীন মৌলি, জুয়েলার্স মালিক সমিতি জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান।