ঢাকার পর এবার চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট

নিজস্ব প্রতিনিধি:-ঢাকার পর এবার চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে এ বছরের হজ ফ্লাইট। আগামীকাল শুক্রবার হযরত শাহ আমানত বিমানবন্দরে রাত ১১টা ৪৫ মিনিটে এই হজ ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।এর আগে গতকাল বুধবার রাশেদ খান মেনন সাংবাদিকদের জানিয়েছিলেন, হজযাত্রী সংকট নিরসনে সরকার অতিরিক্ত হজ ফ্লাইটের পাশাপাশি নিয়মিত ফ্লাইটেও হজযাত্রী পরিবহনের ব্যবস্থা করবে। এতে হজযাত্রী পরিবহন নিয়ে যে সংকটের সৃষ্টি হয়েছিল তা দূর হবে।ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি বৃদ্ধিসহ কয়েকটি কারণে যাত্রী পরিবহনে সংকট দেখা দিয়েছে। বাতিল হয়েছে বেশ কিছু হজ ফ্লাইট। এই সংকট নিরসনে ধর্ম মন্ত্রণালয় ও বিমান মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।এ বছর ১৫টি ফ্লাইটে মোট ১৪ হাজার যাত্রীর চট্টগ্রাম থেকে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এবারই প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি মদিনায় যাবে দুটি ফ্লাইট।