আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত সন্ত্রাসী দাউদ ইব্রাহীমকে খুন করতে চেয়েছিলেন দীপিকা

বিনোদন ডেস্ক:-দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম আবেদনময়ী নায়িকা। সেই সঙ্গে সু-অভিনেত্রী হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। আর তাই নির্মাতাদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। বলিউডে অভিনয়ের পাশপাশি তিনি অভিনয় করেছেন হলিউডের ছবিতে। সহশিল্পী ছিলেন ভিন ডিজেল। পেয়েছেন আকাশচুম্বী সফলতা। বর্তমানে এই অভিনেত্রী ‘পদ্মাবতী’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। বিশেষ সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া।
নতুনচুক্তিবদ্ধহওয়াছবিটিরনাম‘স্বপ্নাদিদি’।ছবিটিপরিচালনাকরবেনহানিত্রিহান।বায়োপিক এই ছবিতে দীপিকা অভিনয় করবেন রহিমা খান চরিত্র। রহিমাখান আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত সন্ত্রাসী দাউদ ইব্রাহীমকে খুন করতে চেয়েছিলেন। রহিমা খান অপরাধ জগতে স্বপ্না দিদি নামে পরিচিত ছিলেন। ‘পদ্মাবতী’ছবির শুটিং শেষ করে আগামী বছরের জানুয়ারিতে ছবির শুটিংয়ে অংশ নেবেনদীপিকা।এদিকে ঐতিহাসিক পটভূমিতে নির্মিত সঞ্জয় লীলা বানসালি পরিচালিত‘পদ্মাবতী’ ছবিটি বিভিন্ন সময়ে বিক্ষোভের কারণে শুটিং শেষ করতে বিলম্বিত হলেও এরইমধ্যে কাজ অনেকটা এগিয়েছে বলে জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া। অক্টোবরের ২০ তারিখের মধ্যে ছবির শুটিং শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। দীপিকাও চাইছেন দ্রুত শুটিং শেষ করে পরবর্তী ছবির শুটিং আরম্ভ করতে। পদ্মবতী ছবিতে দীপিকার পশাপাশি রনবীর সিংওশহীদ কাপুর অভিনয় করছেন। তবে নতুন ছবি ‘স্বপ্না দিদি’দীপিকার বিপরীতে কে থাকছেন তা এখনো প্রকাশ করেননি নির্মাতা।