ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৮ আগস্ট থেকে বাসের টিকেট বিক্রি শুরু
নিজস্ব প্রতিনিধি:-ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৮ আগস্ট থেকে বাসের টিকেট বিক্রি শুরু করবেন পরিবহন মালিকরা। ওই দিন থেকে দূরপাল্লার বাসের টিকেট কিনতে পারবেন যাত্রীরা।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ওই তথ্য দেওয়া হয়। সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ জানিয়েছেন, ১৮ আগস্ট থেকে সব আন্তজেলা বাস টার্মিনালে টিকেট পাওয়া যাবে। তিনি আরো জানান, ওই দিন সকাল ৬টা থেকে টিকেট বিক্রি শুরু হবে।আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ঈদুল আজহা উদযাপিত হবে।