আট উইকেটে ৫১৪ রান করে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:-এজবাস্টন বরাবরই অ্যালিস্টার কুকের পয়া ভেন্যুগুলোর মত্যে একটি। ক্যারিয়ার সেরা ২৯৪ রান এই মাঠেই করেছিলেন এই ইংলিশ ব্যাটসম্যান। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত এই মাঠে এটি সর্বোচ্চ স্কোর। পয়মন্ত ভেন্যুতে আরেকটি ডাবল সেঞ্চুরি পেয়ে গেলেন সাবেক ইংলিশ অধিনায়ক। যেটি তাঁকে এই মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক বানিয়ে দিল। অ্যালিস্টার কৃকের ২৪৩ ও জো রুটের ১৩৬ রানে ভর করে নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। আট উইকেটে ৫১৪ রান করে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। জবাবে স্কোরবোর্ডে ৪৪ রান তুলতেই এক উইকেট হারিয়ে বসেছে সফরকারী উইন্ডিজ। ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৪৭০ রানে পিছিয়ে রয়েছে সফরকারী দলটি।প্রথম দিনের তিন উইকেটে ৩৪৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ১৫৩ রানে অপরাজিত থাকা কুক শেষ পর্যন্ত ২৪৩ রানে থামেন। এজবাস্টনে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি করে কুক ছুঁয়ে ফেললেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান লেন হাটনকে। সাতটি ডাবল সেঞ্চুরি নিয়ে তালিকায় সবার ওপর রয়েছেন ওয়ালি হ্যামন্ড। এই ম্যাচে দ্বিশতক পূর্ণ করে এজবাস্টনে আট শতাধিক রান পূর্ণ করেন কুক। এই মাঠে কুকের চেয়ে বেশি রান নেই আর কোনো ব্যাটসম্যানের।কুক-রুটের ব্যাটিং বীরত্বের ম্যাচে হাফ সেঞ্চুরি (৬৫) করেছেন ডেভিড মালান। এ ছাড়া বেন স্টোকস ১০ ও জনি বেয়ারস্টো ১৮ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে রোস্টন চেজ চারটি ও কেমার রোচ নেন দুটি উইকেট।প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে সফরকারীদের শুরুটা হয় একবারে বাজে। স্কোরে কোনো রান না উঠতেই জেমস অ্যান্ডারসনের বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন ক্রেইগ ব্রাফেট। এরপর অবশ্য কাইরন পাওয়েল ও কাইল হোপ মিলে দিনের বাকি সময়টুকু ভালোভাবেই পার করেন।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড প্রথম ইনিংস : ১৩৫.৫ ওভারে ৫১৪/৮ ডি. (অ্যালিস্টার কুক ২৪৩, জো রুট ১৩৬, ডেভিড মালান ৬৫, বেয়ারস্টো ১৮, বেন স্টোকস ১০, স্টোনম্যান ৮, ওয়েস্টলি ৮; চেজ ৪/১১৩, রোচ ২/৮৬, কামিন্স ১/৮৭, হোল্ডার ১/১০৩)
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ১৬ ওভারে ৪৪/১ (কাইল হোপ ২৫*; কাইরন পাওয়েল ১৮*, ব্রাফেট ০; অ্যান্ডারসন ১/১৭, ব্রড ০/২৭)