ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৯-১২
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে ডিবি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- মাদক উদ্ধারের নামে এক ব্যক্তিকে মারধোর করায় দিনাজপুরের রামসাগর সড়কে হাজী দিঘীর মোড়ে ডিবি পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য সময়সীমা বেধে দেয়া হয়। দিনাজপুর পুলিশ সুপার মোঃ হামিদুল আলম জানান, রংপুর রেঞ্জ ডিআইজির নির্দেশে এই ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির অপর ২ সদস্য হলেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ও জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআই ওয়ান) মাসুদ আল হাসান চৌধুরী। গঠিত কমিটিকে মঙ্গলবার থেকে ৩ দিনের মধ্যে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য সময়সীমা বেধে দেয়া হয়েছে। উল্লেখ্য যে, রোববার বিকেল ৫টায় দিনাজপুর সদর উপজেলার রামসাগর এলাকার হাজীরদিঘি মোড় নামকস্থানে ডিবি পুলিশের এসআই রেজাউল করিমের নেতৃত্বে অভিযান চালিয়ে মাহমুদপুর গ্রামের নুরুজ্জামান (২২) নামের একজন মাদক ব্যবসায়ী হিসেবে আটক করে। এলাকাবাসীর অভিযোগ আটক নুরুজ্জামান কোন মাদক ব্যবসায়ী নয়। ডিবি পুলিশ অসৎ উদ্দেশ্যে তাকে আটক করেছে। এ অভিযোগে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে রাস্তা বেরিকেড সৃষ্টি করে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা-ধাওয়া শুরু হয়। ঘটনায় ১৩ জন গ্রামবাসী আহত হয়। আহতদের মধ্যে ৩ জনকে দিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে দিনাজপুরের পুলিশ সুপার ডিবি পুলিশের ১০ এসআই, ৫ এএসআই এবং ২৫ কনষ্টেবলসহ ৪০ জনকে তাৎক্ষনিক বদলি করে।    

দিনাজপুরে ২ হাজার পরিবারকে রেড ক্রিসেন্টের ত্রাণ সামগ্রী বিতরণ

আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গ্রামীন ফোনের সহযোগিতায় দিনাজপুরে ২ হাজার বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট গ্রামীন ফোনের সহযোগিতায় রোব, সোম ও মঙ্গলবার সদর উপজেলা, খানসামা, কাহারোল, পার্বতীপুর, ফুলবাড়ী, চিরিরবন্দর এবং পৌর এলাকার ২ হাজার বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। প্রতি পরিবারকে ত্রাণ সামগ্রী হিসেবে ১৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল, ১ কেজি করে চিনি, সুজি, লবন এবং ১ লিটার সোয়াবিন তেল দেয়া হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন ইউনিটের ভাইস চেয়ারম্যান বজলুল হক, সেক্রেটারী মোঃ আলাউদ্দিন, নির্বাহী সদস্য আতাউর রহমান আজাদ বাবলু, কামরুল হুদা হেলাল, রনজিৎ কুমার সাহা ও বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, গ্রামীন ফোনের স্থানীয় কর্মকর্তা আবু হেনা নওয়াজেস চৌধুরী, সিজাবুর রহমান, শামীমুজ্জামান এবং সোসাইটির সহকারী পরিচালক আকরাম আলী খান ও হালিমা তরফদার। যুব প্রধান মইনুল ইসলামের নেতৃত্বে যুব সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন।    

দিনাজপুরে পুজা উদ্যাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

  আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরে পুজা উদ্যাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার নবগঠিত কমিটির এক বর্ধিত সভা শহরের ধর্মসভা হল রুমে সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জেলার ১৩টি উপজেলার নেতৃবৃন্দ অংশ নেন। আসন্ন দুর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। বক্তারা ঝুঁকিপূর্ণ পুজা মন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন উদ্যাপন পরিষদের নেতা সুনীল চক্রবর্তী, উত্তম কুমার রায়, রণজিৎ কুমার সিংহ, রতন সিং, বিভাস বিশ্বাস, বাচ্চু কুন্ডু, জনার্দন রায়, বিপ্লব সাহা, লিটন বর্ম্মন এবং দিপেশ প্রমুখ।    

হাবিপ্রবিতে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ,আমন ধানের চারা ও কৃষি উপকরণ বিতরণ

  আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ৭০জন কৃষকের মাঝে বি. আর-৩৪ (লেট ভেরাইটি) জাতের আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধানের চারা বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ডা. মো. ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম, ফিসারিজ অনুষদের ডীন ড. মোহাম্মদ ফেরদৌস মেহবুব প্রমূখ। এরপর তিনি কৃষিবিদ মো. নূর-এ-আলম সরকার এর পিএইচডি গবেষণা প্লট এবং বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত গাড়ী রাখার শেড পরিদর্শন করেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat