ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ
[caption id="attachment_5289" align="alignleft" width="700"]

ডিপজল গুরুতর অসুস্থ, বিকেলে সিঙ্গাপুর নেয়া হচ্ছে[/caption]
বিনোদন ডেস্ক :-অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার হার্টঅ্যাটাক হলে তাকে দ্রুত এ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ডিপজলকন্যা আলিজা। এখনও এ হাসপাতালেই চিকিৎসাধীন তিনি।
ডিপজলের মেয়ে আলিজা জানান, বাবার হার্টে সমস্যা দেখা দিয়েছে এবং ফুসফুসে পানি জমেছে। ডাক্তাররা এখন বাবাকে পরীক্ষা করছেন। তবে বিকালে বাবাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাব। ডিপজলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অলিজা।বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে অনেক শিল্পী-পরিচালক ডিপজলকে দেখতে হাসপাতালে গেছেন। তারাও দেশবাসীর কাছে ডিপজলের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফের সরব হয়েছিলেন ডিপজল। সম্প্রতি ‘দুলাভাই জিন্দাবাদ’ নামের একটি ছবির শুটিং শেষ করেছেন। ইতোমধ্যে ছবিটি আনকাট সেন্সরও ছাড়পত্র পেয়েছে। এ ছাড়া নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্র থেকে তিনি সাতটি ছবির মহরতও করেন ডিসেম্বরে। পর্যায়ক্রমে ছবিগুলোর শুটিং শুরু করবেন বলে জানিয়েছিলেন এ অভিনেতা।