ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-১০-২২
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর চাউলকল মালিক গ্রুপের উদ্যোগে রোহিঙ্গাদের জন্য ৪৫ মেট্রিক টন চাল প্রেরণ
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-দিনাজপুর চাউলকল মালিক গ্রুপ রোহিঙ্গাদের সাহায্যার্থে ৪৫ মেট্রিক টন চাল ও বন্যার্ত ৩৬০টি পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণের উদ্যোগ নিয়েছেন। রোববার সকালে দিনাজপুর চাউল কল মালিক গ্রুপের উদ্যোগে রোহিঙ্গাদের জন্য ৪৫ মেট্রিক টন চাল প্রেরন এবং বন্যার্ত ৩৬০ পরিবারকে ১বান করে টিন বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। মালিক গ্রুপের সভাপতি মোছাদ্দেক হুসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফরিদুল ইসলাম, চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, চাউল কল মালিক গ্রুপের সাধারন সম্পাদক সুজা উর রব চৌধুরী ও প্রতাপ সাহা পানু।##    

৯হাজার অটো বাইকের লাইসেন্সসহ ৭ দফা দাবীতে, শতাধিক অটো বাইক ভাংচুর ও বিক্ষোভ সমাবেশ

  আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরে অটোবাইক শ্রমিকদের ২ গ্রুপের বিবাদে শতাধিক অটোবাইক ভাংচুর করা হয়েছে। ৯ হাজার অটো বাইকের লাইসেন্সসহ ৭ দফা দাবীতে বিক্ষোভ ও সমাবেশ শেষে শ্রমিকেরা পুলিশ সুপার ও কোতয়ালী থানার ওসির কাছে রোববার স্মারকলিপি দিয়েছে। রোববার সকাল থেকে দিনাজপুর শহরের গণেশতলা মোড়, ভুটিবাবুর মোড়, পৌরসভা মোড়, হাসপাতাল মোড়, নিমতলা, মালদ্হপট্টি, চারুবাবুর মোড়, সুইহারী, বালুবাড়ী শহীদ মিনার মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, হাউজিং মোড়, পুলহাট, পাহাড়পুর, বালুয়াডাঙ্গা ট্যাম্পু স্ট্যান্ড, ষষ্ঠিতলা মোড়, বাহাদুর বাজারসহ বিভিন্ন স্থানে অটো বাইক সোসাইটি ও অটো বাইক ফেডারেশনের শ্রমিকেরা পৃথক পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। এসময় তারা পৌরসভার লাইসেন্স প্রাপ্ত শতাধিক অটো বাইক ভাংচুর করে। ৬ মাস পূর্বে পৌরসভা লটারীর মাধ্যমে ২৯৩৮টি অটো বাইক মালিককে লাইসেন্স প্রদান করেন। সপ্তাহখানিক আগে জেলা পুলিশ প্রশাসন লাইসেন্স বিহীন অটো চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে ব্যাপক মাইকিং ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত ৩ দিন ধরে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে লাইসেন্স বিহীন অটো বাইক আটকের ঘটনার পর রোববার ২টি শ্রমিক সংগঠন বিক্ষোভ ও সমাবেশ করে। অটো বাইক সোসাইটির সভাপতি ও জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন জানান, পৌর এলাকার ৯ হাজার অটো বাইককে লাইসেন্স প্রদান, ৭টি অটো স্ট্যান্ড স্থাপন এবং অটো চালকদের পরিচয়পত্র প্রদানসহ ৭ দফা দাবীতে পুলিশ সুপার মোঃ হামিদুল আলম ও কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিমের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। তিনি বলেন, অবিলম্বে অটো বাইক লাইসেন্স দেয়া না হলে আরো কঠোর কর্মসূচী নেয়া হবে। দিনাজপুর পৌর এলাকায় প্রতিদিন প্রায় ১৬ হাজার অটো বাইক চলাচল করে। শহরের পাশ্ববর্তী বিরল, কাহারোল, চিরিরবন্দর এবং সদর উপজেলার অন্যান্য ইউনিয়নের অটোবাইক পৌর এলাকার রাস্তাঘাটে চলাচল করে। তবে ট্রাফিক ইন্সপেক্টর সাদাকাতুল বারী জানান, শহরে ১২ হাজার অটো বাইক চলাচল করে। পৌরসভার লাইসেন্স প্রাপ্ত অটো বাইক ছাড়া লাইসেন্স বিহীন অটো বাইক শহরে চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হঠাৎ করে ইজিবাইক চলাচল বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরম পর্যায়ে পড়েছে। স্কুল-ব্যাংক, বীমা, অফিস আদালত ও যাত্রীরা শহরে অটো বাইক না পাওয়ায় তারা পায়ে হেটে গন্তব্যস্থলে পৌছে। এদিকে পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। তবে একটি সূত্র জানায়, বিষয়টি হুইপ ইকবালুর রহিমের সাথে দুটি সংগঠনের নেতৃবৃন্দরা দেখা করেছিল। তিনি বলেন, যেহেতু পৌরসভার ব্যাপার এটা পৌর মেয়রই সমাধান করবে।    

ভারতে অবৈধ অনুপ্রবেশকালে ২ বাংলাদেশী কিশোর আটক

আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়েছে ২ বাংলাদেশী কিশোর। শনিবার সন্ধ্যার পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের সিপি ক্যাম্পের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক হয় ২ বাংলাদেশী কিশোর। এরা হচ্ছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দোপাইল গ্রামের গলি বর্মণের ছেলে দুলাল রায় বর্মণ ও রাজেন রায়ের ছেলে নকুল রায়। হাকিমপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বিজিবি সদস্য দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। রোববার দুপুরে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে ২ কিশোরকে জেল হাজতে প্রেরণ করা হয়।    

চাঁদাবাজী ও তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দিনাজপুরে ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে চার্জশীট

  আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরে ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজী ও তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় পুলিশ আদালতে চার্জশীট দিয়েছেন। রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার এসআই আক্কেল আলী তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা ও চাঁদাবাজীর মামলায় ভুয়া সাংবাদিক খাজানুর হায়দার লিমন ও তার সহযোগী মোতালেব হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশীট পেশ করেন। ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, সাংবাদিক মোঃ রজব আলীকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভুয়া সাংবাদিক খাজানুর হায়দার লিমন ও তার সহযোগী মোতালেব হোসেন যোগসাজসে মাইনিং সিটি নামে একটি ফেসবুক ওয়ালে সাংবাদিক রজব আলীর নামে মিথ্যা বানোয়াট কূরুচিপুর্ন উক্তি ও বিকৃত ছবি পোষ্ট করে। এঘটনায় সাংবাদিক রজব লিমন ও মোতালেবের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা রোববার আদালতে ২ আসামীর বিরুদ্ধে চার্জশীট পেশ করেন।    

দিনাজপুরে পুলিশী অভিযানে ২৯৮ পিস ইয়াবাসহ ১৯ জন আটক

  দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে পুলিশী অভিযানে বিভিন্ন মামলার ১৯জন আসামীকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ১৯ জন আসামীকে আটক করা হয়। এসময় মাদক মামলার ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২৯৮ পিস ইয়াবা, ১৩ বোতল ফেন্সিডিল, ২কেজি গাজা, ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানায় পৃথক ১৭টি মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে আটক ১৯ জনকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।    

দিনাজপুরে সাংবাদিকদের সাথে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  দিনাজপুর প্রতিনিধি ॥ জাতীয়করণের লক্ষ্যে ঘোষিত বেসরকারী, কলেজের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন, নন-ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি-২০১০ এ বর্ণিত নির্দেশনা অন্তর্ভূক্ত করে বিধিমালা জারির ৪ দফা দাবীতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি দিনাজপুর জেলা শাখা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি একেএম আল আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ তহিদুল ইসলাম লিখিত প্রতিবেদনে বলেন, বর্তমান সরকারের অন্যতম জনবান্ধব কর্মসূচী হচ্ছে উপজেলা পর্যায়ে একটি করে বেসরকারী কলেজ জাতীয়করন করা। এ কর্মসূচীকে আমরা স্বাগত জানিয়েছি এবং এর সফল বাস্তবায়নে সহায়তা করে যাচ্ছি। এমনিতেই নানামূখী সংকটে নিমজ্জিত শিক্ষা ক্যাডার তার সাথে যুক্ত হতে চলেছে জাতীয়করনের তালিকায় থাকা ৩২৫টির মতো বেসরকারী কলেজের শিক্ষকদের শিক্ষা ক্যাডারে আত্তীকরনের আশংকা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শিক্ষা ক্যাডারে বেসরকারী কলেজ জাতীয়করনসহ অন্য যে কোন প্রক্রিয়ায় শিক্ষক আত্তীকরন সমর্থন করে না। তাই আগামী ১৬ নভেম্বরের মধ্যে জাতীয়করনের জন্য ঘোষিত বেসরকারী কলেজের শিক্ষকদের প্রধানমন্ত্রীর অনুশাসন, নন-ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনা অন্তর্ভূক্ত করে বিধিমালা জারি করা না হলে ১৭ নভেম্বর ঢাকায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মহাসমাবেশ ডেকে পরবর্তী কঠোর কর্মসূচী ঘোষনা করবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর সরকারী কলেজ ইউনিটের সদস্য অধ্যাপক আব্দুল জলিল আহমেদ, সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার সাহা, সিটি কলেজের সহকারী অধ্যাপক অসীম কুমার বর্মন, সরকারী কলেজের সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, মহিলা কলেজের সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শাহেদ আলী মন্ডল ও প্রভাষক নূরে আলম সিদ্দিক।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat