- প্রকাশিত : ২০১৮-০১-২৯
- ৪৭০ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে আওয়ামী লীগ রাজনৈতিক ষড়যন্ত্র করেছে : ফখরুল
নিজস্ব প্রতিনিধি:-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে রাজনীতি ও নির্বাচনের বাইরে রাখার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে তাড়াহুড়া করে মিথ্যা মামলার রায়ের দিন ঘোষণা করেছে।
আজ রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সভায় বিএনপির মহাসচিব এ কথা বলেন।বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়া সংগ্রাম করতে জানেন। অতীতেও তিনি সংগ্রাম করে জয়ী হয়েছেন, এবারও তিনি পরাজিত হবেন না।সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব আরো বলেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে আওয়ামী লীগ যে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করেছে, তা কখনোই জনগণ সফল হতে দেবে না।মির্জা ফখরুল বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই মিথ্যা মামলা তারা করেছে। মিথ্যা মামলাটির তারা বিচারকাজটাও ঠিকমতো করেনি। খালেদা জিয়াকে আটকে রেখেছিল এক-এগারোর সরকার—এক বছর। আটকে রাখতে পেরেছি কি? পারেনি। আওয়ামী লীগ বারবার চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করে দেওয়ার। ধ্বংস করতে পারছে কি?বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে টিকে থাকবে, টিকে আছে, সামনের দিকে আরো শক্তিশালী হবে এবং তাদের পরাজিত করবে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..