- প্রকাশিত : ২০১৮-০২-০১
- ৫০১ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
বিএনপির নেতারাই পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটিয়েছেন: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি:–বিএনপির নেতারাই পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।
আজ সকালে রাজধানীতে সিরডাপ মিলনায়তনে এক চুক্তি সই অনুষ্ঠান শেষে এসব কথা বলেন মন্ত্রী। বৃহত্তর রাজশাহী ও রংপুর অঞ্চলের পুরোনো ৩৫টি সেতু মেরামত ও নতুন করে নির্মাণের জন্য বাংলাদেশকে এক হাজার ৯০৫ কোটি টাকা দিচ্ছে জাপানের সাহায্য সংস্থা জাইকা। আজ জাইকার সঙ্গে এ বিষয়েই চুক্তি সই হয়।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি কাজে নয়, শুধু কথায় বিশ্বাস করে। আর জনগণ মুখের কথায় কাউকে ভোট দেয় না মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য শুধু চোরা পথ খোঁজে বিএনপি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘কে হামলা করেছে, কীভাবে করেছে, এটা এখন দিবালোকের মতো পরিষ্কার। অনুপ্রবেশ নয়, এটা পূর্বপরিকল্পিত জঙ্গি স্টাইলের হামলা। যে হামলা পারপেটরেট করেছে, মাস্টার মাইন্ড হচ্ছে বিএনপির নেতৃবৃন্দ। তাঁরাই করেছেন এটা।’
ক্ষমতাসীন দল হিসেবে দেশের স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব আওয়ামী লীগের উল্লেখ করে মন্ত্রী বলেন, যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, যদি কোনো উসকানিমূলক কর্মকাণ্ড, নাশকতা, স্যাবোটেজ জাতীয় কিছু করা হয়, সহিংসতার যদি উপস্থিতি দেখা যায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে উদ্ভূত পরিস্থিতির সমুচিত জবাব দেওয়া হবে।’জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় যা-ই হোক না কেন, তা মেনে নেওয়ার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..