- প্রকাশিত : ২০১৮-০২-০৩
- ৪৬৭ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
আগামী নির্বাচনে প্রার্থী যেই হোক ভোট দিন লাঙ্গলে : এরশাদ
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- আওয়ামী লীগ-বিএনপি জোট সরকার ১৪ বছর দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তাই আগামী নির্বাচনে প্রার্থী যেই হোক ভোট দিন লাঙ্গলে।
শনিবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের মুক্তিযোদ্ধা স্মরণীতে এক পথসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ আহন জানান। তিনি বলেন, পুলিশের চাকুরী নিতে ১৬ লক্ষ, পিয়নের চাকুরী নিতে ১০ লক্ষ আর মাষ্টারী চাকুরী নিতে ২৫ লক্ষ টাকা ঘুষ দিতে হচ্ছে। বিএনপি-জামায়াত জোট ও আওয়ামী লীগ ১৪ বছর সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই আগামী নির্বাচনে প্রার্থী যেই হোক লাঙ্গলে ভোট দিয়ে জনগনের ভাগ্য উন্নয়ন নিশ্চিত করুন। তাঁর ৯ বছরের শাসনামলকে সফল ও গ্রহণযোগ্য উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, তত্ত¡াবধায়ক সরকার বা সহায়ক সরকার বলে কিছু নেই। উপজেলা সভাপতি হাসান মোঃ নিজামুদ্দৌলা মতির সভাপতিত্বে পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার মহাসচিব এ.বি.এম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মোঃ মশিউর রহমান রাঙ্গা এমপি, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান, জেলা জাপার সাধারন সম্পাদক আহম্মেদ শফি রুবেল, উপজেলা সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, পৌর শাখার আহয়ক মোঃ মোশাররফ হোসেন ও জাতীয় যুব সংহতি নেতা মাহাবুব হোসেন, জাতীয় ছাত্র সমাজ নেতা নেহাল হোসেন লায়ন। সভা পরিচালনা করেন নাজমুল ইসলাম মিলন।
দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের কম্বল প্রদান
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পক্ষ থেকে দিনাজপুর শহর আওয়ামী লীগ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও ইফতেখারুল মামুন উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলা মহিলা আইনজীবী সমিতির নতুন কমিটি গঠন
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-দিনাজপুর জেলা মহিলা আইনজীবী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে জেলা মহিলা আইনজীবী সমিতির সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ খতিবুদ্দীন আহমেদ ও বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ এমাম আলী।
পরে এ্যাডঃ নাগমা পারভীন জেবাকে সভাপতি ও এ্যাডঃ রাবেয়া ফেরদৌস রুশিকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- এ্যাডঃ আনজুমান আরা রুবি, গুলনাহার মনসুর, দিলারা বেগম রানু, লুৎফা বেগম লুতু ও আহেদা বেগম মনা, এ্যাডঃ ইয়াসমিন বাবু, কোহিনুর বেগম চিস্তি, তৌহিদা ইয়াসমিন তানিন, রেখা মনি, সাবিনা ইয়াসমিন কাকলি, আয়শা সিদ্দিকা রুমি, আইনুন নাহার, এ্যাডঃ আসমা-উল-হুসনা, খুরশিদা বেগম জলি, মাসুদা, সাথী দাস ও শিশমহল পপি।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..