- প্রকাশিত : ২০১৮-০২-১০
- ৪৫১ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
পরবর্তী করণীয় ঠিক করতে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি
নিজস্ব প্রতিনিধি:-দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে পরবর্তী করণীয় ঠিক করতে বিএনপির ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবদের নিয়ে আজ শনিবার সন্ধ্যায় বৈঠকে বসবে স্থায়ী কমিটি।
বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কা র্যালয়ে সন্ধ্যা ৬টায় এ বৈঠক বসবে ।গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালতের বিচারক । রায় ঘোষণার পর পরই কড়া নিরাপত্তার মধ্যে সাবেক এ প্রধানমন্ত্রীকে পুরান ঢাকার পুরোনো কারাগারে নিয়ে যাওয়া হয়।একই মামলায় কারাদণ্ড পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।রায় ঘোষণার পর রাতে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, ‘গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’ তিনি বর্তমানে লন্ডনে নির্বাসনে রয়েছেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..