নিজস্ব প্রতিনিধি:- টেকনাফ বাহারছড়ার উত্তর শিলখালীতে এক শিশু লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রবিবার বিকালে বাহারছড়া ইউনিয়নের শীলখালি গ্রামের পাহাড় থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুটি স্থানীয় একটি মাদরাসায় পড়াশুনা করতেন।
স্থানীয়ররা জানান, শনিবার সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে রবিবার বিকালে পাহাড়ের ঢালে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া বলেন, শিশুর লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহজনক মো. ইউছুফ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মেয়েটিকে গলাটিপে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণ করা হয়েছে কিনা ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।