ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৯
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাসিনা-মোদির অনুষ্ঠানে থাকছেন মমতাও
নিজস্ব প্রতিনিধি:-  ২৫ মে পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। তবে মমতার সঙ্গে আনুষ্ঠানিক কোনও বৈঠক হবে না শেখ হাসিনার।
দুই দেশের কূটনীতিকরা জানিয়েছেন, বাংলাদেশ ভবন উদ্বোধন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শেখ হাসিনা ও মোদি উপস্থিত থাকবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বভারতীর সমাবর্তনে ভাষণও দেবেন। একই দিনে শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধনের পর বৈঠকে বসবেন হাসিনা ও মোদি। এ সময় দুজনের মধ্যে একান্তে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। তবে মোদির সঙ্গে বৈঠক হলেও দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা ইস্যুতে তেমন কোনও সুখবর আসার সম্ভাবনা কম। কারণ দুই দিন কলকাতায় থাকলেও হাসিনা-মমতা বৈঠকের কোনোও সূচি রাখা হয়নি। নয়া দিল্লির কূটনীতিকের বরাত দিয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার জানিয়েছে, তিস্তা ইস্যু নিয়ে হাসিনা-মমতার মধ্যে কোনও আনুষ্ঠানিক আলোচনা হবে না। এছাড়া দুই দেশই কোনও ধরনের জটিলতা আসে এমন বৈঠক আয়োজন করতে চায়নি। তবে আনুষ্ঠানিক কোনো বৈঠক না হলেও মমতার সঙ্গে দুই বার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে শেখ হাসিনার। ২৫ মে সন্ধ্যায় শান্তিনিকেতন থেকে কলকাতায় ফিরে রাজভবনেই রাত্রিযাপন করার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। সেখানেই তার সম্মানে নৈশভোজ দেবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতাও আমন্ত্রিত। পরদিন আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনেও শেখ হাসিনা ও মমতার একই মঞ্চে থাকার কথা রয়েছে। বিশ্বভারতীর দেওয়া দুই বিঘা জমির ওপর বাংলাদেশ সরকার ২৫ কোটি রুপি খরচ করে নির্মাণ করেছে বাংলাদেশ ভবন। যেখানে থাকছে মুক্তিযুদ্ধ সংক্রান্ত নানা তথ্য, গ্রন্থাগার, মিলনায়তন, চিত্রপ্রদর্শনীর গ্যালারি ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat