ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-০৫-২৯
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘ভিআইপি থ্রি’ নিয়ে আসছেন ধানুশ
বিনোদন ডেস্ক :- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। প্রযোজক, গীতিকার ও সংগীতশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে। ২০০২ সালে তামিল ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। তারপর অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। ধানুশ অভিনীত জনিপ্রয় সিনেমার মধ্যে অন্যতম ‘ভিআইপি’। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন তিনি। এটি পরিচালনা করেন বেলরাজ। ৮০ মিলিয়ন রুপি বাজেটের এ সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৫৩০ মিলিয়ন রুপি। ‘ভিআইপি’ সিনেমাটি বক্স অফিসে সফলতা ও জনপ্রিয়তা পাওয়ার পর তিন বছরের বিরতি নেন ধানুশ। ২০১৭ সালে নির্মিত হয় সিনেমাটির সিক্যুয়েল ‘ভিআইপি টু’। ৮ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি নির্মাণ করেন সৌন্দর্য রজনীকান্ত। আগের মতো ‘ভিআইপি টু’ সিনেমাটিও মুক্তির পর দর্শকপ্রিয়তা লাভ করে। তারই ধারাবাহিকতায় এবার নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির তৃতীয় কিস্তি। সম্প্রতি ধানুশ তার পরবর্তী নতুন সিনেমা প্রসঙ্গে বলতে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ভিআইপি টু’ সিনেমা মুক্তির পর দর্শকদের কাছ থেকে যে সাড়া পেয়েছেন তাতে মুগ্ধ ধানুশ। তা ছাড়া বক্স অফিসও শাসন করেছে সিনেমাটি। তারই ধারাবাহিকতায় নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির পরবর্তী সিক্যুয়েল  তবে সিনেমাটি কে পরিচালনা করবেন কিংবা এতে কে কে অভিনয় করবেন এ বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি। কাজের দিক থেকে ধানুশ বর্তমানে তামিল ভাষার ‘বাডা চেন্নাই’, ‘মারি টু’, ‘এনাই নোকি পায়ুম থোটা’ ও ফ্রেঞ্চ ভাষার ‘দ্য এক্সট্রাঅর্ডিনারি জার্নি অব ফকির’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘দ্য এক্সট্রাঅর্ডিনারি জার্নি অব ফকির’ সিনেমাটি আগামী ৩০ মে মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat