চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজ দুই ভাইসহ চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার ১১নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া আলী মিয়া বেপারী বাড়ির পুকুর থেকে মরদেহ চারটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো- ওয়াসিমের ছেলে রাহুল (১৩) ও শামিম (১১) এবং আহসান হাবিবের ছেলে রায়হান (১১), শাহরাস্তির নজরুল ইসলামের ছেলে লিয়ন (১৩)। লিয়ন নানার বাড়িতে থাকতেন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর থেকেই চার শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এজন্য হাজীগঞ্জের বিভিন্ন স্থানে মাইকিংও করা হয়। মঙ্গলবার ভোরে ওজু করার জন্য বৈষ্ণব বাড়ির পুকুরে গেলে শুকু কমিশনারের বাড়ির ইউসুপের ছেলে মরদেহ চারটি ভেসে থাকতে দেখে। তার চিৎকারে বাড়ির লোকজন ও আশপাশের লোকজন গিয়ে মরদেহ চারটি উদ্ধার করে।
ওয়ার্ড কাউন্সিলর মো. শুকু মিয়া জানান, চার কিশোর হাজীগঞ্জ বাজারে বিভিন্ন সময় হকারির কাজ করত। সোমবার দুপুর থেকে তারা নিখোঁজ ছিল।
মৃতদেহ উদ্ধারের পরপরই ঘটনাস্থলে ছুটে যান হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদুল ইসলাম জানান, ঘটনাটি শোনার পরপরই এসআই জয়নাল আবেদীনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে থাকা এসআই জয়নাল সাংবাদিকদের জানান, চার কিশোরই পানিতে পড়ে নিহত হয়েছে।