কক্সবাজারের রামুতেও সারাদেশের মতো মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে। চলমান মাদক নির্মূল অভিযানের অংশ হিসাবে সোমবার রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফতেখাঁরকুল ইউনিয়নের গাছুয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটকৃত নূরুল আলমের বসতঘর থেকে একটি দেশীয় তৈজি এলজিসহ এক রাউন্ড কার্তুজ/গুলি ভর্তি অবস্থায় এবং ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
রামু থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, প্রতিদিন রামু থানার ওসি একেএম লিয়াকত আলীর নেতৃত্বে রামু উপজেলার ঈদগড়, রাজারকুল, শিকলঘাটা ও রামু চা বাগান এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চলছে।