নিজস্ব প্রতিনিধি:- জামালপুরে একটি কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে পৌর এলাকার ছনকান্দায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ও ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রীরা আহত হন। স্থানীয়দের দেয়া খবরে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোশাররফ হোসেন নামে এক সিএনজি যাত্রী ও একটি শিশু মারা যায়।
নিহত মোশাররফ হোসেন শহরের মুন্সিপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। শিশুটির নাম পরিচয় জানা যায়নি।
আহতরা প্রত্যেকেই অচেতন অবস্থায় থাকায় তাদের নাম পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ এবং ফায়ার সার্ভিস।