নিজস্ব প্রতিনিধি:- নওগাঁর আত্রাইয়ে বিষধর গোখরা সাপের দংশনে মাজেদা খাতুন (৬৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মদনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মাজেদা খাতুন মদনডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।
গৃহবধূর পরিবার ও সংশ্লিষ্ট ইউপি সদস্য বেদারুল ইসলাম জানান, সোমবার সকালে পরিবারের লোকজনের খাবার তৈরির জন্য মাজেদা খাতুন রান্না ঘরে গেলে বিষধর গোখরা সাপে তাকে দংশন করে। স্বজনরা প্রথমে তাকে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পথ মধ্যে তার মৃত্যু হয়।
আত্রাই থানারা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।