সিলেটে বিএনপির বিদ্রোহী ও জামায়াতের প্রার্থী রয়েছেন
বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা সোমবার শেষ হয়েছে। আজ মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
এদিকে, সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও জামায়াতের প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। রাজশাহীতে জাপার প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়েছেন। আর বরিশালে খেলাফতে মজলিশের প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপির প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন।
বরিশাল অফিসের শাহীন হাফিজ জানান, বরিশাল সিটি নির্বাচনে প্রথমবারের মতো নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখতে উন্মুখ হয়ে আছে সাধারণ মানুষ। আওয়ামী লীগ ও বিএনপির দুই হেভিওয়েট প্রার্থী নিয়ে নগরীতে আলোচনার শেষ নেই। এদিকে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে খেলাফত মজলিশের মেয়র প্রার্থী অধ্যাপক একেএম মাহবুব আলম গতকাল তার প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়েছেন।
এদিকে বিসিসির ১৫ নম্বর ওয়ার্ড থেকে টানা চারবারের নির্বাচিত কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলাল মনোনয়ন প্রত্যাহার করায় ওই ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ থেকে মনোনীত লিয়াকত হোসেন লাবু। জেলাল মনোনয়নপত্র প্রত্যাহার করায় তার সমর্থকরা তার বাসভবনের সামনে বিক্ষোভ করে। ১৬ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর মোশাররফ আলী খান বাদশা। ১৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর গাজী নঈমুল ইসলাম লিটু ও সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে আয়শা তৌহিদা লুনাও বিজয়ী হয়েছেন।
সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা সরওয়ারের: সিটি নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার। তিনি গতকাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে ও নগরীর একটি রেস্তোঁরায় স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন নিউজ এডিটরস কাউন্সিলের সঙ্গে মতবিনিময়কালে এ শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, শুধু বিএনপি নয় এখন সাধারণ মানুষও দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না।
সিলেট অফিসের হুমায়ূন রশিদ চৌধূরী ও আহসান হাবিব জানান, দেশ-বিদেশ থেকে চাপ ও নানা অনুরোধের পরও শেষ পর্যন্ত বিএনপির শরিক দল জামায়াতের মেয়র প্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জমান সেলিম মাঠে রয়ে গেছেন। কোন কোন মহল মনে করেছিল, শেষ মুহূর্তে হয়তো কোন নাটকীয় পরিবর্তন আসতে পারে। কিন্তু গতকাল দিন গড়ানোর পরও দৃশ্যপটের কোন পরিবর্তন হয়নি। সবাই যার যার অবস্থানে অনড়। বিএনপির শক্তিশালী প্রার্থী আরিফুল হক চৌধুরীও আশা করছিলেন তার মিত্ররা হয়তো শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করে তাকে সহযোগিতা করবেন। কিন্তু তা না হওয়া মেয়র প্রার্থী আরিফুল হকের আশা ভঙ্গ হয়েছে।
আরিফ কি পারবেন?: ২০১৩ সালে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে আরিফুল হক চৌধুরী আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানকে ৩৫ হাজার ভোটে হারিয়েছিলেন। এবার তার নির্বাচনী বৈতরণী পার হওয়া কঠিন কিনা এমন প্রশ্নের জবাবে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, এতে তেমন প্রভাব পড়বে না। কারণ, এটি স্থানীয় নির্বাচন।
ছয় কাউন্সিলরের মনোনয়ন প্রত্যাহার: সিটি নির্বাচনে ছয়জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন— ৮ নম্বর ওয়ার্ডের মো. সিরাজ খান, ১৪ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম শামীম,২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আফজাল উদ্দিন ও ২০ নম্বর ওয়ার্ডের মিঠু তালুকদার। মিঠু তালুকদার তার মনোনয়ন প্রত্যাহার করায় এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজাদুর রহমান আজাদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হলেন। এর আগে ২১ নম্বর ওয়ার্ডের এনামুল হক এবং ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খসরু আহমদ তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে সাত জন, সাধারণ কাউন্সিলর পদে মোট ১২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদিরকে ধাওয়া, আ.ফ.ম কামালকে লাঞ্ছিত: সিলেটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদিরকে ধাওয়া দিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। ধাওয়া খেয়ে খন্দকার মুক্তাদির নগরীর রোজভিউ হোটেলে নিরাপদে চলে গেলে তার সাথে থাকা বিএনপি নেতা আ.ফ.ম কামালকে লাঞ্ছিত করে তারা। গতকাল বেলা সাড়ে ৩ টার দিকে নগরীর মেন্দিবাগ পয়েন্টে এ ঘটনা ঘটে। সোমবার বিকালে মেন্দিবাগস্থ একটি রোজভিউ হোটেলে প্রেসব্রিফিং এর আয়োজন করেছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমির মাহমুদ খসরু।
আমির খসরুর অভিযোগ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের প্রার্থী ধারাবাহিকভাবে আচরনবিধি লংঘন করলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার লোকজন।
কামরান ও জুবায়েরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আরিফের: বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে ফের অভিযোগ জানিয়েছেন আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে জামায়াতের এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের বিরুদ্ধেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন তিনি।
রাজশাহীর স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান জানান, রাজশাহী সিটি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হয়েছেন ২১৭ জন। সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষে ৫ মেয়র, ১৬০ সাধারণ কাউন্সিলর ও ৫২ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন। সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান বলেন, প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত সময়ে একজন মেয়র ও চারজন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদিকে, জাতীয় পার্টির (এ) মেয়র প্রার্থী ওয়াসিউর রহমান দোলন নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়েছেন। তিনি আরো বলেন, আজ সকাল ১০টা থেকে রাসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। এরপরই আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। অবশ্য মেয়র পদে দলীয় প্রতীকের প্রার্থীরা আগাম প্রচারণার কৌশল হিসেবে পোস্টার ও ফেস্টুন তৈরী ইতোমধ্যে সম্পন্ন করেছেন।
লিটনের ইশতেহারে মেগা সিটি গড়ার মহাপরিকল্পনা: আজ মঙ্গলবার বেলা ১১টায় ইশতেহার ঘোষণা করতে যাচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। মেয়র নির্বাচিত হলে তিনি রাজশাহীর মানুষের জন্য কী কী করতে চান? তা নির্বাচনী ইশতেহারে চূড়ান্ত করেছেন এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রায় ১ লাখ বেকারের কর্মসংস্থানসহ এবারের ইশতেহারে পাঁচ তারকা হোটেল, ক্রিকেট ভেন্যু, কৃষি বিশ্ববিদ্যালয়, হার্ট ফাউন্ডেশন ও স্বাস্থ্যসম্মত তিলোত্তমা নগরী গড়ার পরিকল্পনাসহ নাগরিক সেবা নিশ্চিত ও স্বাস্থ্যসম্মত তিলোত্তমা নগরী গড়ার প্রতিশ্রুতি থাকছে সাবেক সফল এ মেয়রের এবারের নির্বাচনি ইশতেহারে। অন্যদিকে, বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের ইশতেহার প্রস্তত করা হয়েছে। কিন্তু কবে, কখন ঘোষণা করা হবে তা এখনো জানানো হয়নি।
লিটনের পক্ষে কাজ করবে স্বাস্থ্য সহকারী ও দলিল লেখক সমিতি : আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন রাসিকের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারীরা এবং জেলা দলিল লেখক সমিতি।
লক্ষীপুরে লিটনের কুশল বিনিময়: সবজি, মাছ, মাংস ও মুরগি ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষের সাথে কুশল বিনিময় করেছেন মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নগরীর লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় এ কুশল বিনিময় করেন তিনি।
রিটার্নিং অফিসারের কাছে বিএনপির অভিযোগ: রাসিক নির্বাচনকে ঘিরে পুলিশী ও প্রশাসনিক অপতত্পরতা, গণগ্রেফতার ও হয়রানি বন্ধ করার দাবিতে গতকাল দুপুরের মহানগর বিএনপির একটি প্রতিনিধি দল রিটার্নিং অফিসারকে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, কোন প্রকার মামলা ও ওয়ারেন্ট ছাড়াই সম্পূর্ণ বে-আইনিভাবে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বিএনপির ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরুল হক, ১৩ নং ওয়ার্ডের সভাপতি শফিকুল ইসলাম, ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল হক, কর্মী রায়হান ইসলাম ও হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে। এছাড়াও নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি, মামলা প্রদানসহ বিভিন্ন উপায়ে ভয়ভীতি প্রদর্শন করছে। এ ধরনের কর্মকান্ড হাইকোর্টের নির্দেশনামালা ও নির্বাচন কমিশন প্রদত্ত নিদের্শনার বিরুদ্ধে বলে উল্লেখ করেন।
মেয়র প্রার্থী বুলবুলের কুশল বিনিময়: বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সোমবার দুপুরে নগরীর তেরখাদিয়া মার্কেটে ক্রেতা এবং ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি প্রতিটি দোকানে যান এবং দোয়া ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, নগরীর বেকার যুবক যুবতীতের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।