যারা আসল আইফোন কিনতে চান তারা আসতে পারেন রাজধানীর বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এখানে চলছে তিন দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা। এই মেলায় নতুন মডেলের আইফোন বিক্রি করছে কম্পুস্টার প্রাইভেট লিমিটেড (সিপিএল)।
মেলায় পাওয়া যাচ্ছে আইফোন সিক্স, আইফোন সিক্স প্লাস, আইফোন এইট এবং আইফোন এইট প্লাসের স্পেশাল এডিশন।
সিপিএল ও স্টলের টিম লিডার ইমরান বলেন, আমার এবারের স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে সর্বাধুনিক মডেলের আইফোন বিক্রি করছি। আমাদের কাছ থেকে গ্রাহকরা অরিজিনাল আইফোন কিনতে পারবেন। এসব ফোনে রয়েছে ওয়্যারেন্টি সুবিধা।
স্মার্টফোন মেলায় আইফোনের স্টলে আইপ্যাড প্রো পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে বিক্রি হচ্ছে ব্ল্যাকবেরি কি-ওয়ান। মেলা থেকে গ্রাহকরা পাঁচ হাজার টাকা ছাড়ে কিনতে পারবেন। মেলায় ইএমআই সুবিধায় আইফোন কেনা যাচ্ছে।
১২ থেকে ১৪ জুলাই প্রতিদিন সকাল ১০টা রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশমূল্য ২০ টাকা। শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের সুযোগ আছে।
এই মেলার আয়োজন করেছে এক্সপো মেকার। এটি দেশের দশক স্মার্টফোন ও ট্যাব মেলা।