আন্তর্জতিক ডেস্ক:- মিয়ানমারে এক ভূমিধ্বসে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৫ জন। শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন অঙ্গরাজ্যের হপাকান্ত শহরে এক জেড খনিতে এই ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
খবরে বলা হয়, হপাকান্তের লোন খিন এলাকায় অবস্থিত একটি জেড পাথরের খনিতে শ্রমিকরা মূল্যবান খনিজ আহরণের সময় তাদের ওপর ভূমি ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানান হপাকান্তের প্রশাসক কিয়াও সোয়ার অং।
ভূমিধ্বসের ঘটনায় ১৫ জনের মৃতদেহ উদ্ধারের পর সাময়িকভাবে উদ্ধারকাজ স্থগিত রাখা হয়। এছাড়া ৪৫ জন আহতকেও উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অং বলেন, আমরা শনিবার সন্ধ্যা ৫:৩০’এ উদ্ধারকাজ বন্ধ করেছি এবং আগামীকাল পুনরায় শুরু করবো। কর্তৃপক্ষ স্থানীয়দের কাছে আহবান জানিয়েছে, তারা যেন সকল নিখোঁজ ব্যক্তি সম্বন্ধে কর্তৃপক্ষকে অবহিত করে।
অং জানান, হতাহতরা কোন প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিল না। গত মে মাসে একই এলাকায় এরকম এক ঘটনায় অন্তত ১৪ জন নিহত হন। এর আগে ২০১৫ সালে হপাকান্তে এক ভূমিধ্বসে প্রাণ হারান শতাধিক মানুষ।