আন্তর্জতিক ডেস্ক:-বাণিজ্য যুদ্ধ এখন বাস্তবতা। সম্প্রতি এমন মন্তব্য করেছেন ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো ল্য মেয়ার। আর্জেন্টিনায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের আগ দিয়ে এমন মন্তব্য করলেন তিনি। খবর বিবিসি’র।
মেয়ারকে উদ্ধৃত করে খবরে বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের ওপর এককভাবে শুল্ক আরোপের যে বাণিজ্য নীতিমালা অনুসরণ করছে তা জঙ্গলের আইনের ওপর ভিত্তি করে তৈরি করা।
এদিকে মেয়ারের মন্তব্যের বিরুদ্ধে গিয়ে মার্কিন শুল্ক আরোপের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন। তিনি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ও চীনের প্রতি আহবান জানিয়েছেন, তারা যেন তাদের বাজার উন্মুক্ত করে দিয়ে মুক্ত প্রতিযোগিতার সুযোগ করে দেয়।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনো এয়ারস’এ বিশ্বের শীর্ষ অর্থনীতির ২০ দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকারদের দুই দিনব্যাপি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের আগ দিয়ে ফরাসি অর্থমন্ত্রী বলেন, জঙ্গলের আইন মেনে বিশ্বের বাণিজ্য চলতে পারে না। আর একপাক্ষিকভাবে শুল্ক আরোপ করা জঙ্গলের নিয়ম।
তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যিক সম্পর্কের ভবিষ্যৎ জঙ্গলের নিয়ম, শক্তিধরদের নিয়ম অনুসারে হতে পারে না। এতে করে পরাজয়ীদের সংখ্যা বৃদ্ধি পাবে, বৃদ্ধি কমে যাবে, বেশিরভাগ দুর্বল দেশকে হুমকির মুখে ফেলে দেবে ও বিপর্যয়কারী রাজনৈতিক পরিণতি ডেকে আনবে।
মেয়ার যোগ করেন, বাণিজ্য যুদ্ধ এখন একটি বাস্তবতা। যুক্তরাষ্ট্র যদি তাদের অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর থেকে শুল্ক প্রত্যাহার না করে তাহলে তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয় বিবেচনা করবে না ইইউ।
প্রসঙ্গত, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইইউ’কে বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শত্রু বলে আখ্যায়িত করেছেন। পরবর্তীতে তিনি চীনের সঙ্গে চলমান বাণিজ্য বিবাদের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ৫০ হাজার কোটি ডলার সমমূল্যের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দেন।
উল্লেখ্য, চীন ও ইইউ উভয়ের সঙ্গেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে।