নিজস্ব প্রতিনিধি:-ভারতে পাচার হওয়া ১৪ যুবককে দেড় বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির হাতে তুলে দিয়েছে তারা।
বেনাপোল ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম জানান, দেড় বছর আগে দালালের মাধ্যমে রাজশাহী সীমান্ত পথে ভারতে গিয়ে বেঙ্গালুর পুলিশের হাতে তারা ধরা পড়ে। পুলিশ তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি চালাচালির এক পর্যায়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার রাতে দেশে ফেরত আসে তারা।
ফেরত আসা যুবকরা হলো- রাজশাহী জেলার আব্দুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর, আফছার আলীর ছেলে আব্দুল হাকিম, হাবিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন, কামাল হোসেনের ছেলে আবদুল হালিম, গোলাম নবীর ছেলে বাবু, আলাউদ্দিনের ছেলে আজিজুল হক, আলমের ছেলে জহুরুল, ফজলুর রহমানের ছেলে শহিদুল, আক্তার আলীর ছেলে ইকবাল হোসেন, আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা, আশরাফুলের ছেলে সুমন, নওশাদ আলীর ছেলে জহিরুল, আশরাফুল ইসলামের ছেলে মোমিন, আব্দুর রহমানের ছেলে ফুলাল হোসেন। এদের বয়স ১৭ বছর থেকে ২৪ বছরের মধ্যে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ তাদেরকে রাতেই বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।