নিজস্ব প্রতিনিধি:-নেত্রকোনার পূর্বধলায় মেরাজ উদ্দিন (৮০) নামের এক বৃদ্ধ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। রবিবার (৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধের বাড়ি উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী গ্রামে।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, মেরাজ উদ্দিন রবিবার বিকেলে সবার অজান্তে নিজ ঘরের ঝোপে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে বাড়ির লোকজন তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহমেদ জানান, বেশ কয়েক বছর আগে ওই বৃদ্ধের এক মেয়েকে বিয়ে দেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার তারাকান্দা এলাকায়। সম্প্রতি তার মেয়েটি স্বামীর বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। এতে তিনি মানসিকভাবে কিছুটা ভেঙ্গে পড়েন। ধারণা করা হচ্ছে এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন।