স্পোর্ট ডেস্ক:-বার্সেলোনার জার্সি গায়ে সব ধরনের শিরোপার স্বাদ নিতে চান চিলির তারকা মিডফিল্ডার আরতুরো ভিদাল। বায়ার্ন মিউনিখ থেকে ১৮ মিলিয়ন ইউরোতে বার্সায় পাড়ি জমিয়েছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। এতে বেশ উচ্ছ্বসিত তিনি। পরিচয় পর্বে জানালেন বার্সার হয়ে সব ধরনের শিরোপা জেতার প্রত্যাশা।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভিদাল বলেন, ‘বার্সেলোনায় আসতে পেরে আমি খুবই খুশি। আমার কাছে, এটাই বিশ্বের সেরা ক্লাব। অনেক গুরুত্বপূর্ণ শিরোপা জিততে মুখিয়ে আছি। আশা করি আগামী তিন বছর সবই জিতবো। আমি মাঠে সব নিংড়ে দিতে এসেছি।’