স্পোর্ট ডেস্ক:-টেস্ট সিরিজ হারলেও সামগ্রিকভাবে ওয়েস্ট ইন্ডিজ সফরটা ভালোই গিয়েছে বাংলাদেশ জাতীয় দলের। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের ২-১ এ সিরিজে হারিয়েছে বাংলাদেশ দল। সফল সিরিজ শেষে আগামীকালই দেশে ফিরবেন ক্রিকেটাররা। সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন দলের বেশিরভাগ ক্রিকেটার।
দেশে ফিরে ছুটিতে থাকবেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঈদুল আযহার আগে কোনো অনুশীলন নেই। তবে ঈদের পরপরই অনুশীলন শুরু হবে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল জানিয়েছেন, এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে ঈদের পর। ২৭ বা ২৮ আগস্ট শুরু হতে পারে অনুশীলন।
গতকাল তিনি বলেছেন, ‘ঈদের আগে কোনো ক্যাম্প নেই। ঈদের পরপরই এশিয়া কাপের জন্য ক্যাম্প শুরু হবে।’
সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময়ের ব্যস্ততা শুরু হবে বাংলাদেশের। ১৫ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়া কাপ শেষ হবে সেপ্টেম্বরের শেষ দিকে। অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে থাকবে হোম সিরিজ। তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ১৬ অক্টোবর ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। ১৬ নভেম্বর জিম্বাবুয়ে দল ঢাকা ছাড়বে।
তার একদিন আগেই বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে টাইগারদের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। ২২ ডিসেম্বর শেষ হবে উইন্ডিজদের বিরুদ্ধে হোম সিরিজ।
তারপর জানুয়ারির শুরুতেই মাঠে গড়ানোর কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। যদিও জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিপিএল শুরুর দিনক্ষণ পরিবর্তন হতে পারে। তবে বিসিবির ঘোষণা অনুযায়ী ৫ জানুয়ারি শুরু হবে বিপিএল।
এদিকে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে আজ আয়ারল্যান্ড যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে আয়ারল্যান্ডের ভিসা নিতে হয়েছে তাকে। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটা খেলার সম্ভাবনা রয়েছে তরুণ এই টপ অর্ডার ব্যাটসম্যানের। বাংলাদেশ থেকে শান্ত ও যুক্তরাষ্ট্র থেকে সৌম্য সরকার উড়ে গিয়ে ‘এ’ দলের সঙ্গে যোগ দিবেন।
তারা যোগ দেওয়ার পর ‘এ’ দল থেকে বাদ পড়বেন দুজন। তাদের মধ্যে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের ফেরাটা নিশ্চিত হয়ে গেছে। আরেকজন হতে পারেন পেস বোলার তাসকিন আহমেদ। ইনজুরি কাটিয়ে আয়ারল্যান্ডে গেলেও এখনো কোনো ম্যাচ খেলেননি তাসকিন। আজ সিরিজের চতুর্থ ম্যাচে না খেলতে পারলে সোহানের সঙ্গে তাকেই দেশে ফেরার বিমানে চড়তে হবে।
গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক এ প্রসঙ্গে বলেছেন, ‘শান্ত কাল (আজ) যাচ্ছে। সৌম্যও দলের সঙ্গে যোগ দিবে। সোহান ফিরে আসবে। আরেকজন কে ফিরবে তা আমরা সিদ্ধান্ত নিব। তাসকিন কালকের (আজ) ম্যাচটা খেলতে পারে কিনা দেখবো। তারপর সিদ্ধান্ত হবে।’