ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-০৮-১০
  • ৩৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হিজড়ারা রাস্তাঘাটে চাঁদাবাজি না করার অঙ্গীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে
নিজস্ব প্রতিনিধি:- হিজড়া হিসেবে পরিচিত তৃতীয় লিঙ্গের মানুষরা আর পার্ক ও রাস্তাঘাটে চাঁদাবাজি না করার অঙ্গীকার করেছেন। তবে শিশুর জন্মের পর বাড়ি থেকে বকশিস গ্রহণে বিষয়টি তারা আপাতত ছাড়তে পারবেন না।  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের রাজধানীর তেজগাঁওয়ে নিজ বাসভবনে শুক্রবার দেখা করেন হিজড়াদের বিভিন্ন দলের নেতারা। এ সময় তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই অঙ্গীকার করেন। অপরদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সন্ত্রাসী বোমারু মিজানকে দেশে ফিরিয়ে আনা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, তারা (হিজড়া) আমার কাছে শপথ নিয়েছে। তারা পার্ক ও রাস্তাঘাটে চাঁদাবাজি করবে না। তিনি বলেন, তাদের জন্য আমরা একটা রূপরেখা করেছি। তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে আমাদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। তবে কোনো বাসায় নতুন সন্তান জন্ম নিলে তারা আগের মতোই বকশিস গ্রহণ করবেন বলে জানান হিজড়া নেতারা। তবে এ ক্ষেত্রে জোর জবরদস্তি করা হবে না বলে অঙ্গীকার করেন তারা।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিজড়ারা আমাদেরই সন্তান। তারা কীভাবে চলবে, কীভাবে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের আয় নিজেই করে একটা ভালো মানুষ, উপযুক্ত নাগরিকের মতন চলবে, সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি রূপরেখা আমাদেরকে দিয়েছেন। সে অনুযায়ী কাজও হচ্ছে। আমাদের হিজড়া সম্প্রদায়, তারাও এ বিষয়ে একাত্মতা প্রকাশ করে আমাদেরকে সহযোগিতা করছেন।তিনি আরও বলেন, আমরা আগে দেখেছি তাদের জীবিকার জন্য নানা ধরনের পন্থা অবলম্বন করতেন। আজকে দেখেছেন এই সমস্ত পন্থা ছেড়ে তারা একটা সুন্দর জীবন যাপনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ।হিজড়াদের সঙ্গে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সেটাও জানান মন্ত্রী। তিনি বলেন, আমি বলেছি, আপনারা কে কী করতে চান, আপানারা জানাবেন যাতে করে আমরা এনজিওদের মাধ্যমে আপনাদের সেই জীবিকার সন্ধানে সহযোগিতা করতে পারি।মারজান নামে একজন হিজড়াদের মূল ধারায় নিয়ে আসতে কাজ করছেন এবং তার উদ্যোগেই এই বৈঠক হয়। আর  স্বরাষ্ট্রমন্ত্রী তাকেও ধন্যবাদ জানান। সরকারের পক্ষ থেকে হিজড়াদের জন্য কোনো উদ্যোগ নেয়া হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটার জন্য একটা ডিফারেন্ট মিনিস্ট্রি আছে। তারা কাজ করছে। আমার সম্পূর্ণ জানা নেই কোন পর্যন্ত এগিয়েছে। আমি সেটাও বলেছি যেটা আইনশৃঙ্খলার জন্য প্রয়োজন। তারা আমাদেরকে বলে গেলেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করবেন। তাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে উপস্থিতি দেখতে পাচ্ছি। আমি সেই ব্যাপারটিরই কথা বলছিলাম। তারাও এ ব্যাপারে একমত হয়ে আমাদের সঙ্গে সহযোগিতার কথা বলেছেন।
 ভারত থেকে বোমারু মিজানকে ফিরিয়ে আনা হবে:
বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে ভারত-বাংলাদেশের আটক অপরাধীদের একে অপরের বিনিময় হয়ে থাকে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, সেই চুক্তির আওতায় খুব দ্রুত ভারতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সন্ত্রাসী বোমারু মিজানকে দেশে ফিরিয়ে আনা হবে। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
 স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের এক্ট্রাডিশন (প্রত্যর্পণ চুক্তি) রয়েছে। আমরা যাকে চাচ্ছি কিংবা তারা যাকে চাচ্ছে, তার কিন্তু আদান-প্রদান হচ্ছে। আমরা সময়মতো তাকেও নিয়ে আসব।
 উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজনভ্যানে হামলা চালিয়ে জেএমবির জঙ্গিরা বোমারু মিজানকে ছিনিয়ে নিয়ে যায়। গত ৬ আগস্ট বোমারু মিজানকে গ্রেপ্তার করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat