- প্রকাশিত : ২০১৮-০৮-৩১
- ৩৮৭ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
চলচ্চিত্রের নিজস্ব ভাষা ও শক্তি রয়েছে,এ শক্তি আর কোন শিল্প মাধ্যমের নেই:আসাদুজ্জামান নূর
নিজস্ব প্রতিনিধি:- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, চলচ্চিত্রের নিজস্ব ভাষা ও শক্তি রয়েছে। এ শক্তি আর কোন শিল্প মাধ্যমের নেই। উপরন্তু ডকুমেন্টারি ফিল্মের নিজস্ব স্বকীয়তা আছে। কল্পনার জগতে না গিয়ে সত্যকে নিরেটভাবে উপস্থাপনই ডকুমেন্টারি ফিল্ম বা ডকুফিল্মের মূল বৈশিষ্ট্য। এতে সত্যকে দিনের আলোর মত পরিষ্কার করে উপস্থাপন করা হয়। ডকুফিল্ম সাধারণভাবে সকলের হৃদয়কে স্পর্শ করে।
মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘প্রামাণ্যচিত্রের যৌথ প্রযোজনার কলাকৌশল ও যৌথ প্রযোজনার বাজার’ শীর্ষক এক আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।বাংলাদেশের চলচ্চিত্রকে বৈশ্বিক প্রেক্ষাপটে তুলে ধরতে এবং বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের যৌথ প্রযোজনার ছবি নির্মাণের কলাকৌশল প্রশিক্ষণ দিতে দ্বিতীয় বারের মত এ কর্মশালা অনুষ্ঠিত হল।ঢাকা ডকল্যাবের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়ার চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষাবিদ সালম যোশী, ডকুমেন্টারি রিসার্চ ইনিসিয়েটিভ কলকাতার প্রতিষ্ঠাতা নিলোৎপল মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক এবং ঢাকা ডকল্যাবের পরিচালক তারেক আহমেদ।
উল্লেখ্য, কর্মশালাটি আজ ৩১ আগস্ট শুরু হয়ে আগামী ৫ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত চলবে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..