নিজস্ব প্রতিনিধি:-রাজধানীর শ্যামপুরে ট্রাকের ধাক্কায় মোস্তাফিজুর রহমান সোহাগ (২৬) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান শান্তা মরিয়ম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করতেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।জানা গেছে, সোহাগ কেরানীগঞ্জ হাসনাবাদ থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পোস্তগোলা ব্রিজের উপরে পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান সোহাগ।শ্যামপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক পলাতক