- প্রকাশিত : ২০১৮-০৯-১১
- ৪৮৪ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম বেগম লন্ডনের হারলেই স্ট্রীটের একটি ক্লিনিকে মারা গেছেন
আন্তর্জতিক ডেস্ক:-কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম বেগম লন্ডনের হারলেই স্ট্রীটের একটি ক্লিনিকে মারা গেছেন। মৃত্যুকালে কুলসুম বেগমের বয়স হয়েছিলো ৬৮ বছর। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে অবশেষে তিনি মৃত্যুর কাছে হেরে গেলেন।
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই পাকিস্তান মুসলিম লীগের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।কুলসুম বেগম লন্ডনের ওই ক্লিনিকে ২০১৪ সাল থেকেই চিকিৎসা নিতে শুরু করেন। অবশেষে স্বাস্থ্যর অবনতি ঘটলে মঙ্গলবার সকালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার জীবন অবসান ঘটে।সোমবার রাতে লান্সের সমস্যা বৃদ্ধি হওয়ায় তাকে মঙ্গলবার সকাল থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়।মৃত কুলসুম বেগমের স্বামী সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরীফ, মেয়ে মরিয়ম এবং জামাতা মুহাম্মদ সাফদার দুর্নীতির দায়ে কারাগারে রয়েছেন। তবে মৃত্যুর খবর তাদের কাছে পৌঁছানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। কুলসুমের দাফন পাকিস্তানের মাটিতেই করা হবে বলে জানিয়েছে শরীফ পরিবার।তার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় ইমরান বলেন, পাকিস্তানের আইন মেনে তার পরিবারকে সকল ধরনের সুযোগ দেয়া হবে। বার্তায় বলা হয় লন্ডনের পাকিস্তানের হাইকমিশনকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করার নির্দেশ দেয়া হয়েছে।পাকিস্তানের সেনা প্রধান প্রেসিডেন্ট নওয়াজ শরীফের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।মৃত কুলসুম বেগম ছিলেন তিন বারের পাকিস্তানের ফার্স্ট লেডি। তিনি ১৯৫০ সালে কাশ্মীর পরিবারের লাহোরে জন্ম গ্রহণ করেন। লাহোরের খ্রিস্টান কলেজ থেকে অনার্স এবং ১৯৭০ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে উর্দু থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালে সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরীফের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। তিনি চার ছেলে-মেয়ের জননী ছিলেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..