ব্রাজিলে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না লুইজ ইনাকিও লুলা দা সিলভা
আন্তর্জতিক ডেস্ক:-ব্রাজিলে আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না দেশটির কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দা সিলভা। নির্বাচন থেকে তার প্রার্থীতা সরিয়ে নিয়েছেন তিনি।
লুলার জায়গায় ওয়ার্কার্স পার্টির(পিটি) মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন লড়বেন তার সহযোগী ফার্নান্দো হাদ্দাদ। দুর্নীতির দায়ে বর্তমানে ১২ বছরের কারাদণ্ড ভোগ করছেন। দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না লুলা। ব্রাজিলের শীর্ষ নির্বাচনি আদালত প্রেসিডেন্ট পদে তার মনোনয়ন বাতিল করে দেয় প্রায় দুই সপ্তাহ আগে। এরপর স্থানীয় সময় মঙ্গলবার পিটি’র মনোনীত প্রেসিডেন্ট প্রার্থীর জায়গা থেকে সরে দাড়ান তিনি। এক ঘোষণায় একথা জানিয়েছে পিটি।লুলাকে কিউরিতিবা শহরে অবস্থিত পুলিশ সদরদফতরে আটক রয়েছেন। সেখানেই প্রার্থী হিসেবে তার সরে যাবার ঘোষণা দেয় পিটি। লুলার জায়গায় ভিন্ন একজন প্রার্থীর নাম জমা দেওয়ার শেষ সময়ের কিছুক্ষণ আগে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পরপরই টুইটারে লুলা তার সমর্থকদের হাদ্দাদকে ভোট দিতে আহবান জানান। তিনি লিখেন, তো আমি আমার অন্তর থেকে আপনাদের অনুরোধ করবো যে, সবাই আমার জন্য ভোট দিন, আমার সহযোদ্ধা হাদ্দাদ ফার্নান্দোকে এই প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত করতে ভোট দিন।গত মাসের শেষে ব্রাজিলের ‘ক্লিন স্টেট’ আইনের অধীনে লুলাকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে নিষিদ্ধ করে দেশটির শীর্ষ আদালত। ওইদিনই নতুন প্রার্থীর নাম জমা দেওয়ার সময়সীমা ঠিক করে দেয় আদালত। প্রসঙ্গত, দুর্নিতীর দায়ে কারাবন্দী থাকলেও ব্রাজিলে লুলার জনপ্রিয়তা অদ্বিতীয়। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। গত ৫ মাস ধরে তার সমর্থকরা তার মুক্তির জন্য আন্দোলন করে আসছে। তবে গত ৩১ আগস্ট ব্রাজিলের শীর্ষ নির্বাচনি আদালত সুপিরিয়র ইলেক্টোরাল কোর্ট-টিএসই জানায়, লুলা প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ‘অযোগ্য’।- আল জাজিরা