নিজস্ব প্রতিনিধি:- চট্টগ্রামে সীতাকুণ্ডে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টা দিকে উপজেলার বাড়বকুণ্ড রেলস্টেশনের দক্ষিণ সিগনালের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সীতাকুণ্ড রেলস্টেশন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, ওই যুবকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। তার পরিচয় পাওয়া যায়নি।