নিজস্ব প্রতিনিধি:-ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের মাঠে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে সেলিম হোসেন (৪২) নামে একজন নিহত হয়েছেন। পুলিশ অস্ত্র গুলি ও মাদক উদ্ধার করেছে।
শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেলিম কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালেহ উদ্দিন জানান, রাত ২টার দিকে বলুহর এলাকায় গোলাগুলির শব্দ শুনে একদল টহল পুলিশ সেখানে যায়। তারা ২ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। স্থানীয়রা সেলিমের লাশ শনাক্ত করে। তাছাড়া একটি শট গান, ২ রাউন্ড গুলি, ৩শ পিস ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল, একটি নম্বর বিহীন প্রাইভেটকার ও ৪টি মোবাইল সেট উদ্ধার করে।
তিনি আরো জানান, সেলিম প্রাইভেটকারটি মাদক বহনের কাজে ব্যবহার করতেন। তার বিরুদ্ধে মাদক ও অপহরণসহ কয়েকটি মামলা আছে।