ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-১০-০৬
  • ৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি আন্দোলন নয়, বোমা সন্ত্রাস ও নাশকতার প্রস্তুতি নিচ্ছে : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি:-নাশকতা করে নির্বাচন ঠেকানো যাবে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলন নয়, বোমা সন্ত্রাস ও নাশকতার প্রস্তুতি নিচ্ছে। শনিবার রাজধানীর চকবাজারের আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি নাশকতা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে জানিয়ে কাদের বলেন, ‘বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়ে আত্মস্বীকৃত দেউলিয়া দলে পরিণত হয়েছে। আত্মস্বীকৃত দেউলিয়া ও দুর্নীতিবাজ দলের কাছে দেশ, গণতন্ত্র ও আইনের শাসন নিরাপদ নয়।’ ‘‘এক মাসের মধ্যে দেশের চেহারা বদলে যাবে’’ বিএনপির নেতা মওদুদ আহমেদের এ বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘মওদুদ সাহেব একজন বহুরূপী। কোন ঐশী বাণী থেকে তিনি এটা পেয়েছেন? মওদুদ আহমেদের কি একমাস শেষ হয়নি? আপনার দেখেন এক মাসে দেশের চেহারা নাকি বিএনপি চেহারা পরিবর্তন হয়। বিএনপি মওদুদের পরামর্শ যত শুনবে তত ডুববে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। উন্নয়ন করতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প আছে?’ এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘না, না’ বলে উঠেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় ফিরিয়ে আনলে পুরান ঢাকা আরও সমৃদ্ধ ও পরিচ্ছন্ন হবে ‍উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পুরান ঢাকা পুরান থাকবে না, নতুন রূপ ধারণা করবে। ঐতিহ্যকে আধুনিকায়ন করা হবে। বিএনপি’র শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ‘তাদের আমলে পুরান ঢাকায় বিদ্যুত ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই থাকতো না। অপারেশন থিয়েটারেও লোড শেডিং থাকতো। এখন কি আপনারা বিদ্যুত পাচ্ছেন? উপস্থিত নেতাকর্মীরা তখন সবাই বলে উঠেন ‘‘হ্যাঁ, আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুত পাচ্ছি।’’ ঢাকা-৭ আসনের সাংসদ হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat