- প্রকাশিত : ২০১৮-১০-০৭
- ৩৬২ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
ডিআর কঙ্গোর পশ্চিমাঞ্চলে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৫৩
আন্তর্জতিক ডেস্ক:-ডিআর কঙ্গোর পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে একটি তেলের ট্যাংকারের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে অন্তত ৫৩ নিহত হয়েছে ও প্রায় একশ’ জন পুড়ে গেছে। খবব এএফপি’র।
দুর্ঘটনাটি ঘটে শনিবার আটলান্টিক মহাসাগরের মাতাদি সমুদ্রবন্দর রাজধানী কিনশাসা মধ্যকার সংযোগ সড়কে।
কিনশাসা থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে একটি গ্রামে এ দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, ‘আমরা ৫৩ দগ্ধ লাশ গুনেছি।’
এরআগে কঙ্গোর কেন্দ্রীয় অন্তর্বর্তী গভর্নর জানান, ‘এ দুর্ঘটনায় প্রায় ৫০ জন মারা গেছে এবং একশ’ জন গুরুতর দগ্ধ হয়েছে।’বাসস
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..