জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ১ম বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল
আজ প্রকাশ করা হয়েছে। সারাদেশের ১ হাজার ৮শত ৬৪ টি কলেজের মোট ৬শত ৯৩ টি কেন্দ্রে ৩ লাখ
২১ হাজার ৯শত ৪৭ জন (নিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় পাশের হার শতকরা ৮৬.১৬ ভাগ।
যে কোনো মোবাইলের মেসেজ অপসনে গিয়ে NU<space>DEG<space>Roll.No লিখে 16222 নম্বরে Sendকরে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
www.nu.ac.bd/results এ ব্রাউজ করে পরীক্ষার ফলাফল জানা যাবে ।