- প্রকাশিত : ২০১৮-১০-২৩
- ৩৭৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
মইনুলকে কারাগারে পাঠানোর নির্দেশ
নিজস্ব প্রতিনিধি:-মানহানির একটি মামলায় গ্রেপ্তার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কাউসারুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে সোমবার রাতে গ্রেপ্তার হওয়া মইনুলকে রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় থেকে আদালতে নেয়া হয়।
ব্যারিস্টার মইনুলকে ডিবি কার্যালয়ে নেয়ার খবর শোনার পরই সেখানে ছুটে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান, ব্যারিস্টার মইনুলের আইনজীবী ও মামা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
তবে অনুমতি না থাকায় ভাগ্নের সঙ্গে দেখা পাননি তিনি। পরে রাত পৌনে ১১টার দিকে তিনি ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..