- প্রকাশিত : ২০১৮-১০-২৪
- ৪০৭ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি:-প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার রাজধানীর চানখাঁরপুল এলাকায় বিশ্বের বৃহত্তম বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় সর্বাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান ‘শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ উদ্বোধন করেন।
ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন বলেন, আগুনে পোড়া রোগীদের সর্বাধুনিক চিকিৎসার সুযোগ-সুবিধা থাকায় এই ইনস্টিটিউট এই রোগীদের চিকিৎসায় নতুন যুগের সূচনা ঘটবে। তিনি বলেন, দেশে দগ্ধ রোগীদের চিকিৎসাসেবার চাহিদা মেটাতে এই ইনস্টিটিউট আরো বেশি রোগীর সেবার ব্যবস্থা করবে।
১২ তলাবিশিষ্ট এই ভবনে আধুনিক সব চিকিৎসা সরঞ্জাম থাকবে। এতে ৫০০ শয্যা, ৫০টি ইনসেনটিভ কেয়ার ইউনিট এবং ১২টি অপারেশন থিয়েটার থাকবে।
২০১৬ সালের ২৭ এপ্রিল এই ভবনের নির্মাণকাজ শুরু হয়। এতে আনুমানিক ব্যয় ধরা হয় ৫২২ কোটি টাকা।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..