- প্রকাশিত : ২০১৮-১০-২৪
- ৩৮৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
নিউজ ডেস্ক:-রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫১তম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, মুহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী এবং ফাতেমা জোহরা রাণী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে চট্টগ্রামে রেলওয়ের নিয়ন্ত্রণাধীন বাসাবাড়িতে বিদ্যুতের প্রিপ্রেইড মিটার স্থাপনের মাধ্যমে সরকারিভাবে বিদ্যুতের বিল কমিয়ে আনার ব্যাপারে উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটি ভবিষ্যতে নতুন স্টেশন ভবন নির্মাণের ক্ষেত্রে রেল পুলিশের জন্য অফিস এবং ব্যারাক স্থাপনসহ আনুষঙ্গিক অফিস নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
এছাড়াও বৈঠকে উল্লেখ করা হয় যে খুলনায় দৃষ্টিনন্দিত নতুন রেলওয়ে স্টেশনের সন্মুখে অবস্থিত হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের ভবন অপসারণের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা আহŸানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..