স্পোর্ট ডেস্ক:-জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে মাশরাফি বাহিনী। আগামী ২৬ অক্টোবর শেষ ম্যাচ জিতলে জিম্বাবুয়েকে ধবলধোলাই দিতে সক্ষম হবে টাইগাররা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার দুপুরে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ অধিনায়ক। শুরুতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৭ উইকেটে ২৪৬ রান করতে সক্ষম হয়। জবাবে ৫.৫ ওভারের খেলা বাকি থাকেতই তিন উইকেট হারিয়ে ২৫০ রান করে বাংলাদেশ।