নিজস্ব প্রতিনিধি:-সিরাজগঞ্জে মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে। বুধবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার পুরাতন ভাঙ্গাবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রোকন (১৮) পৌর এলাকার পুরাতন ভাঙ্গাবাড়ির আকতার হোসেনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই স্বপন (২২) পলাতক রয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, স্বপন ও তার বড় ভাই রোকন দুজনেই নেশাগ্রস্ত ছিল। নেশার টাকার জন্য তারা চুরি করতো। এ সব কারণে তারা পরিবার থেকে আলাদা থাকতেন। বুধবার রাত ১১টার দিকে চুরি করে আনা একটি মোবাইল হারানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে স্বপন তার ছোট ভাই রোকনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।