ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-১১-১৫
  • ৩৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোটের সাত থেকে দশদিন আগে মাঠে সেনা মোতায়েন থাকবে : ইসি সচিব
নিউজ ডেস্ক:- একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাত থেকে দশদিন আগেই সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদ নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি বলেন, নির্বাচন পূর্বকালীন সময়ে অর্থাৎ নির্বাচনের এক সপ্তাহ বা ১০ দিন পূর্বে সেনাবাহিনী মোতায়েন থাকবে। ওই সময় নির্বাচনী এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে সচিব বলেন, যদি কেউ নির্বাচন ভন্ডুল করতে চায় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনের মধ্যে থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, যেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে এবং যেখান থেকে নির্বাচনী মালামাল সরবরাহ করা হবে তা এখনি ঠিক করতে হবে। এছাড়াও নির্বাচনী এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। প্রার্থীদের শোডাউনের বিষয়ে সচিব বলেন, ‘যারা প্রার্থী হবে তারা যখন মনোনয়ন জমা দিতে আসবে, তখন যাতে শোডাউন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পল্টনের ঘটনাটিও ঘটেছে শোডাউনকে কেন্দ্র করে।’ অনুষ্ঠানে কমিশনার মাহবুব তালুকদার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সকল পদক্ষেপ নিতে হবে। কারণ এবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে বদনাম হবে। অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রতীক বরাদ্দের সময়সীমা ১০ দিন বাড়িয়ে ২৬ নভেম্বর করার দাবি করেছে যুক্তফ্রন্ট। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে পাঠানো যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে জোটের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক আজ এই চিঠি ইসিতে পৌঁছে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান, বংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া । পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat