ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-১১-১৮
  • ৭৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শীতে ত্বকের যত্নে নারকেল তেল
লাইফস্টাইল ডেক্স:- শীতে মানেই ত্বকে রুক্ষতার আবির্ভাব। ঠিকমত যত্ন না হলে বিপদের শেষ নেই।  তাই বাধ্য হয়ে সেদিকে খেয়াল রাখতেই হয়। আর ত্বকের সৌন্দর্য নির্ভর করে সুস্থতায়। মাথার চুল কিংবা পায়ের যত্নে রয়েছে নারকেল তেলের ব্যবহার। ত্বকের জন্যেও বেশ উপকারী। শীত এলেই শুরু হয় ঠোঁট ফাটা। ঠোঁটের কোমলতা নষ্ট হয়। ঠোঁটের যত্নে লিপ জেলের বিকল্প হিসেবে নারকেল তেল ব্যবহার করা যেতে পারে। সকালে হালকা গরম পানি দিয়ে ঘষে মৃত কোষ তুলে ফেলতে পারো। সৌন্দর্যের পাশাপাশি ঠোঁটের চামড়া মসৃণ হয়ে উঠবে। ঠোঁটের যত্ন নিতেই নারকেল তেল দরকার শুধু তা নয়। শীতের ঠাণ্ডা আর্দ্রতা ত্বকে টানটান ভাব আনে। এই অবস্থায় নারকেল তেল ব্যবহার করে ত্বকে সতেজ ভাব জাগিয়ে তোলা যায়। এদিকে নারকেল তেলে চামড়ায় উজ্জ্বলতা বাড়ে। তবে নারকেল তেলের পাশাপাশি জলপাইয়ের তেল মিশিয়ে নিয়েও ব্যবহার করা যেতে পারে। চোখের নিচের নরম ত্বকে সহজেই কালচে দাগ পড়ে। রাত জাগার কারণে, সাধারণত এই দাগ পড়ে। কালো দাগ তুলতে দামি ক্রিমের বদলে কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে ঘষে নিতে পারো। দেখবে আস্তে আস্তে এই দাগ উঠে যাবে। পায়ের গোড়ালিতে নিয়মিত নারকেল তেল মাখলে পায়ের  ত্বক  মসৃণ থাকে। নারকেল তেলের আরেকটি গুণ, মেকআপ রিমুভার হিসেবেও কাজে লাগে। এক্ষেত্রে পরিষ্কার তুলায় তেল লাগিয়ে চামড়া থেকে মেকআপ উঠিয়ে ফেলা যায়। মেকআপ পুরোপুরি রিমুভ হয়ে গেলে অল্প গরম পানি মুখ ধুয়ে নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat