ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-১১-২২
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোট কেন্দ্র পাহারা দেয়ার ঘোষণা দিয়ে সংঘাতের উস্কানী দিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে কেন্দ্র পাহারা দেয়ার কথা বলে বিএনপি সংঘাতে উস্কানী ও গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এসথেটিকা ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক এক সেমিনারের আগে নির্বাচনে বিএনপির ভোটকেন্দ্র পাহারা দেয়ার ঘোষণা সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির আন্দোলনের হুমকিকে কিভাবে দেখছেন জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘গত দশ বছরে বিএনপির আন্দোলনের সমুদ্রের উত্তাল ঢেউ তো দুরের কথা, কোথাও একটা ছোট ঢেউও দেখলাম না। ফখরুল সাহেবরা স্বপ্ন দেখতেই পারেন। কারণ, জনগণের ওপর যদি তাদের আস্থা থাকে তাহলে তারা কিভাবে অবিরাম আক্রমণাত্মক ভাষায় কথা বলছেন?’ তিনি বলেন, ‘তারা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে, কারণ কেন্দ্রে কেন্দ্রে তিনশ’ থেকে পাঁচশ’ লোক পাহারা দেয়ার অর্থ কি? আমরাও যদি কেন্দ্রে এত লোক ব্যবস্থা করি, তাহলে কি অবস্থাটা হবে? তখন আর ভোট হবে না, গৃহযুদ্ধ হবে? ভোট হবে না, ভায়োলেন্স হবে?’ কাদের আরো বলেন, বিএনপি ঐক্যফ্রন্ট যেভাবে ভাষায় কথা বলছে, সেটা কিন্তু সংঘাতের উস্কানি হচ্ছে। যা নির্বাচনের বর্তমান সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করবে, নষ্ট করবে এবং তারা কেন্দ্রে পাহারাদার নিয়োগের নামে গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে, এটা সহ্য করা যায় না।’ সেতুমন্ত্রী কাদের বলেন, ‘আমি প্রশ্ন রাখতে চাই, অবিরাম তারা এগ্রেসিভ ভাষায়, আক্রমণাত্মক ভাষায় কথা বলছে। নির্বাচন গণতন্ত্র তাদের ভাষায় নেই। আজকে দেশের জনগণ একটি শান্তিপূর্ণ নির্বাচন চায়। বিএনপি আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে নির্বাচনের সুন্দর পরিবেশকে নষ্ট করছে। এটাই আমার প্রশ্ন কেন তারা এমন করছে?’ নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বিএনপির এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কাদের বলেন, ‘এটা ইসিকে জিজ্ঞেস করুন। আমার দৃষ্টিতে কোন পক্ষপাতমূলক আচরণ পাচ্ছি না বরং আমরা কিছু অভিযোগ করেছি তারা বলেছেন সেগুলো আরপিও কাভার করে না। আমাদের অনেক ধৈর্য্য ধরতে হবে। আমরা আচরণে ধৈর্য্যরে পরিচয় দেব।’ জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব বিএনপির কাছে যাচ্ছে বলে করা এক প্রশ্নের জবাবে কাদের বলেন, আমরা তো আগেই বলেছি, এখানে জাতীয় ঐক্যফ্রন্ট কোন বিষয় নয়। ঐক্যফ্রন্ট জাস্ট একটা এলায়েন্সের অবয়ব। যেহেতু তাদের নেত্রী-নেতা দণ্ডিত। তাদের চেয়ারপার্সন কারাগারে, এই অবস্থায় কামাল হোসেনকে তারা ব্যবহার করছে এবং আরও কিছু কিছু নিয়ে আসছে। তিনি বলেন, আজকে এই ঐক্যফ্রন্টের চালিকাশক্তি হচ্ছে বিএনপি এবং এই ঐক্যফ্রন্টের সকল কর্মকাণ্ডের নির্দেশনা আসছে লন্ডন থেকে। লন্ডন থেকে তারেক রহমান যে নির্দেশ দিচ্ছেন তার আঙ্গুলির হেলনে আজকে ঐক্যফ্রন্ট চলছে, এটা হল বাস্তবতা। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat