ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর লেমুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ৪
নিউজ ডেস্ক:–ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর লেমুয়ায় সড়ক দুর্ঘটনায় সাইদুল ইসলাম (৪৮) ও মানিক (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। শুক্রবার ভোরে ফেনীর লেমুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুলের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুরে এবং মানিকের বাড়ি একই জেলা ইশ্বরগঞ্জে বলে জানায় পুলিশ। তারা দুজনই ট্রাকের শ্রমিক।
আহতরা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার ইমাম হোসেনের ছেলে নুরুল ইসলাম (১৯), নরসিংদী জেলার মাদবদী এলাকার শাহপরাণ (৩০), একই জেলার সদারচর এলাকার তানভীর ইসলামের ছেলে দ্বীন ইসলাম (৩০) ও মাদবদী এলাকার আকবর আলীর ছেলে জুয়েল (২৫)। তাদের ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ফেনীর লেমুয়া সড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একটি কাভার্ডভ্যান পেছন থেকে ট্রাকটিতে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়। এতে ট্রাকের ভেতরে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন চারজন।
ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম জানান, কাভার্ডভ্যানটি পুলিশের হেফাজতে আছে। চালক আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।