ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৮-১১-২৩
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহাজোট আবারও বিজয়ী হবে আশা ওবায়দুল কাদেরের
নিউজ ডেস্ক:আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশা প্রকাশ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের মহাজোট বিপুল ভোটে বিজয় হবে আগামী নির্বাচনে। বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। জনগণ আমাদের যত আসনে ভোট দিবে আমরা ততটি পাবো। আমরা কোন সংখ্যাতত্বে বিশ্বাস করতে চাই না। কে কত আসন পাবে দেশের জনগণই তা ঠিক করবে।’ বিএনপিকে স্বপ্ন বিলাসী দল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এর আগে নির্বাচনে বিএনপি আমাদের ত্রিশ আসন দিয়েছিল, কিন্তু নিজেই পেয়েছিল ৩০ আসন। আবার তাদের কেউ কেউ আমাদের ১০ আসনও দিয়েছিল। তাই কে কত আসন পাবে তা বলতে চাই না। দেশের জনগণ আমাদের যত আসনে ভোট দিয়ে বিজয়ী করবে আমরা ততো আসনই পাবো। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে যে জোয়ার দেখা যাচ্ছে সারাদেশে তাদের এই জোয়ার কিন্ত নেই। এই সাময়িক জোয়ারে ক্ষমতার রঙ্গিন খোয়াব যদি বিএনপি নেতারা দেখেন, তাহলে ৩০ ডিসেম্বর তারা টের পাবেন। নির্বাচনকে ঘিরে বিএনপি নেতাদের হয়রানি করা হচ্ছে এমন অভিযোগের জবাবে কাদের বলেন, তাদের নয়াপল্টনে একজন আবাসিক প্রতিনিধি রয়েছেন। এ ধরনের আজগুবি অভিযোগ তিনি করেন। এটা করা হচ্ছে মিথ্যাচার প্রডাকশনের জন্যই। তবে জনমত পক্ষে না থাকলে কোন ম্যাকানিজম কাজ আসে না। আওয়ামী লীগ মনে করে জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপি’র নাশকতা নিয়ে শঙ্কা করছেন কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতা করা বিএনপির পুরনো স্বভাব। ২০১৪ সালে তারা নাশকতার যে ভয়াবহ চিত্র দেখিয়েছে তাতে এ শঙ্কা আমাদের রয়েছে। শরীকদের সঙ্গে আসন ভাগ নিয়ে কোন টানা পোড়েন চলছে কিনা- এর জবাবে তিনি বলেন, আসন নিয়ে দর কষাকষি তো হবেই। এটা গণতন্ত্রের অংশ। তবে কোন টানা পোড়েন নেই। এখানে কে কত সিটে জিততে পারবে, এটাই হলো আমাদের প্রাইম কনসিডারেশন। ইলেক্টেবল প্রার্থীদেরই আমরা সিলেক্ট করবো। মহাজোটের সঙ্গে আসন বন্টন চূড়ান্ত সম্পর্কে কাদের বলেন, মৌখিকভাবে হয়েছে। যখন ঘোষণা হয়ে যাবে, তখন তো আপনারা জানতে পারবেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদচৌধুরী এমপি, আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান প্রমুখ উপস্থিত ছিলেন।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat