আমেরিকাকে উচিৎ শিক্ষা দিতে বিশ্বের সব মুসলিমকে এক হওয়ার আহ্বান ইরানের
আন্তর্জতিক ডেস্ক:-ইরান সঙ্গে মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের বনিবনা কোনভাবেই হচ্ছে না। ট্রাম্প ইতিমধ্যে ইরানের প্রায় ৭০০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞা তুলে নিতে জুড়ে দিয়েছে শর্ত। কিন্তু ইরানের পক্ষ থেকে উল্টো এই নিষেধাজ্ঞা উপেক্ষা করার সঙ্গে একপ্রকার যুদ্ধের ডাক দিয়েছে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
গতকাল শনিবার তিনি আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বিশ্বের সকল মুসলিমকে একত্রিত হতে বলেন। খবর রয়টার্সের।
তেহরানে এক আন্তর্জাতিক ইসলামিক সম্মেলনে রুহানি বলেন, আমারিকা আমাদের ধর্মের বিরুদ্ধে লেগেছে। এবং আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের বিরুদ্ধে। আমাদের কোরানের ওপর বিশ্বাস রেখে এসব অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনি আমেরিকার সঙ্গে সকল ধরণের আলোচনায় বসতে নিষেধ করেন। তিনি বলেন, ইরান কোনভাবেই আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে না।