- প্রকাশিত : ২০১৮-১১-২৬
- ৩৮৫ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
নাটোরের জেলা প্রশাসক পদে রদবদল
নিউজ ডেস্ক:–সরকার বিদ্যুৎ বিভাগের উপসচিব মোঃ শাহরিয়াজকে নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা আজ এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান এতে স্বাক্ষর করেন।
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ অধিশাখার অপর এক প্রজ্ঞাপনে আজ জানানো হয়, নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলামুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়েছে। উপসচিব আনিসুর রহমান এতে স্বাক্ষর করেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..