- প্রকাশিত : ২০১৮-১১-৩০
- ৩৯৮ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুরে অগ্নিকান্ডে নিহত ২ : ১১টি দোকান ও ৪টি বাড়ি পুড়ে ভষ্মীভূত
নিজস্ব প্রতিনিধি:-জেলা শহরের পালং উত্তর বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ঘুমন্ত অবস্থায় মিষ্টির দোকানের দুই কর্মচারী আগুনে পুড়ে নিহত হয়েছে। পুড়ে গেছে কাপড়ের দোকান, মিষ্টির দোকান, স্বর্ণের দোকানসহ অন্তত ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৪টি বসতবাড়ি। প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে পালং বাজার বণিক সমিতি।
ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোররাত আনুমানিক ৪টার দিকে হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পায় বাজার পাহাদাররা। সাথে সাথে শরীয়তপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ডামুড্যা, গোসাইরহাট ও মাদারীপুর থেকে আরো ৩টি ইউনিট তাদের সাথে যোগ দেয়। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। এর মধ্যে মিষ্টির দোকানে ঘুমন্ত ২জন শ্রমিক নিহত এবং ব্যবসা প্রতিষ্ঠার ও বসতবাড়ি পুড়ে যায়।
২ শ্রমিকের মৃতদেহের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত দু’জন হলো মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কলাপুর গ্রামের রবীন্দ্র সরকারের ছেলে বিশ্বজিত সরকার (২০) ও রূপচান বৈরাগীর ছেলে পলাশ বৈরাগী (২৫)। তারা হারু ঘোষের মিষ্টির দোকানের কর্মচারী ছিল।
পালং বাজার বণিক সমিমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বেপারী বলেন, আজ ভোররাত আনুমানিক ৪ টার দিকে পালং উত্তর বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করে। ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও অনেক ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফরিদপুরের উপ-পরিচালক মমতাজ উদ্দিন আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে শরীয়তপুরের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। ইতোমধ্যে আমরা শরীয়তপুরের ডামুড্যা, গোসাইরহাট ও মাদারীপুরের একটি ইউনিটকে খবর দিলে ৪৫ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। একটি মিষ্টির দোকানে ঘুমন্ত অবস্থায় ২ কর্মচারী দগ্ধ হয়ে মারা যায়। ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৪টি বসতবাড়ি ভষ্মীভূত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিষ্টির দোকানের চুলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..